শীতের দাপট শুরুর আগেই জলপাইগুড়িতে ভিড় পরিযায়ী পাখিদের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:২৫: শীত দাপট বাড়লেই জলপাইগুড়িতে (Jalpaiguri) বাড়ে পরিযায়ী পাখির ভিড়। কিন্তু এবারে শীত জাঁকিয়ে পড়ার আগে নভেম্বরের শুরুতেই ভাটাখানা ও শোভাবাড়ি এলাকায় হাজির হয়েছে পরিযায়ী পাখির দল (Migratory Birds)। স্থানীয় বাসিন্দাদের দাবি, বহু বছর ধরে পরিত্যক্ত ইটভাটার জলাশয়ই হয়ে উঠেছে এই অতিথি পাখিদের নিরাপদ আশ্রয়।
ইউরোপ, ইউরেশিয়া ও মঙ্গোলিয়া থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে প্রতিবছরই আসে নানা প্রজাতির পাখি। এ বছর ইতিমধ্যেই দেখা মিলেছে চখাচখি, নর্দান টিল, নর্দার্ন ল্যাপ উইং, হ্যান হেরিয়ার, কমন মুরগন ও বালিহাঁসের। পাখিদের আগমনে এলাকায় ভিড় জমাচ্ছেন বহু মানুষ। তবে অতিথি পাখিদের নিরাপত্তা নিশ্চিত করতে গ্রামবাসীরাই পাহারায় নেমেছেন।
স্থানীয় গৃহবধূ লিপিকা সরকার জানান, একসময় শিকারিরা পাখি ধরতে আসত। এখন গ্রামবাসীরা পালা করে নজরদারি চালানোয় আর সাহস দেখায় না তারা। বাসিন্দা নিত্যানন্দ বর্মন বলেন, নভেম্বর পড়তেই পাখিদের আগমন শুরু হয়। নানা প্রজাতির পাখি আসায় এলাকা আলাদা পরিচিতি পেয়েছে। অতিথি পাখিদের রক্ষা করতে দিনরাত সতর্ক থাকেন তাঁরা।
পরিবেশকর্মীরাও গ্রামবাসীদের এই উদ্যোগে মুগ্ধ। জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের সম্পাদক ডাঃ রাজা রাউত জানান, চখাচখি, রুডিশেল ডাক, নর্দার্ন টিল ও কমন টিলের মতো পাখিরা প্রতিবছর এখানে আসে। গ্রামবাসীদের আতিথেয়তায় পাখির সংখ্যা ক্রমশ বাড়ছে। তাঁর মতে, শীত পড়ার আগেই পাখিদের আগমন পরিবেশের জন্য অত্যন্ত ইতিবাচক।