ফের মানবিক মিমি, প্রতিবন্ধী তরুণের দিকে বাড়িয়ে দিলেন সাহায্যের হাত

। এবারও স্বভাবসিদ্ধভাবেই একজন বিশেষভাবে সক্ষম যুবকের পাশে থাকার আশ্বাস দিলেন যাদবপুরের তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী মিমি

December 24, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

এক নয়, একাধিকবার অসহায়ের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে মিমি চক্রবর্তীকে। কখনও নিজের এলাকার বৃদ্ধার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তো কখনও লকডাউনে ভাইরাল হওয়া ‘চা কাকু’কে আর্থিক সাহায্য করেছেন। এবারও স্বভাবসিদ্ধভাবেই একজন বিশেষভাবে সক্ষম যুবকের পাশে থাকার আশ্বাস দিলেন যাদবপুরের তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী মিমি (Mimi Chakraborty)।

এবার কী করলেন অভিনেত্রী? আসলে সম্প্রতি নন্দ জানা নামে বিশেষভাবে সক্ষম এক যুবক টুইট করে মিমির কাছে সাহায্য প্রার্থনা করেন। লেখেন, ”দিদি আমার প্রণাম নেবেন। দিদি আমি একজন প্রতিবন্ধী। আমাকে একটু সাহায্য করুন। আপনার কাছে আমি টাকা চাইছি না। দিদি আমার পা দুটো একটু দেখুন। আমাকে দয়া করে একটু সাহায্য করুন।” তিনি যে তাঁর পায়ের চিকিৎসার জন্য সাহায্য চেয়েছেন, এই টুইট থেকে তেমনটাই বোঝা যায়। পোস্টটিতে মিমিকে ট্যাগও করেন নন্দ জানা। আর সেই টুইটই চোখে পড়ে মিমির। প্রত্যাশা মতোই নন্দকে সাহায্যের আশ্বাস দেন।

মঙ্গলবার ওই যুবককে টুইটের জবাবে মিমি লেখেন, ”নিশ্চয় করব, তোমার নম্বরটা আমায় পাঠিয়ে দাও।” মিমির থেকে সাহায্যের প্রতিশ্রুতি পেয়ে নিজের মোবাইল নম্বর পাঠাতে দেরি করেননি নন্দ জানা। এরপর থেকে সোশ্য়াল মিডিয়ায় প্রশংসিত হচ্ছেন মিমি। তারকা সাংসদের এই মানবিক দিকটি নতুন করে দেখতে পেয়ে তাঁকে কুর্নিশ জানাচ্ছেন নেটিজেনরা। অনেকেই বলছেন, শুধু নির্বাচনী মরশুম মাথায় রেখে নয়, এভাবেই দুস্থ, অসহায়দের পাশে সর্বদা দাঁড়াতে অভ্যস্ত মিমি চক্রবর্তী।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen