সৌরভের বায়োপিকে বাদ মিমি চক্রবর্তী, ডোনার ভূমিকায় কে?
সিনেমায় সৌরভ-ডোনার প্রেমের অধ্যায়ও গুরুত্বপূর্ণ জায়গা পাচ্ছে। তাই ডোনা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে কে অভিনয় করবেন, তা নিয়ে জোর জল্পনা চলছিল

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৪৬: সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনীভিত্তিক সিনেমার প্রস্তুতি জোরকদমে চলছে কলকাতায়। পরিচালক বিক্রম আদিত্য মতোয়ানি, প্রযোজক অঙ্কুর গর্গ ও লাভরঞ্জন-সহ প্রোডাকশন টিম ইতিমধ্যেই শহরে রেইকি শুরু করেছেন। ইডেন গার্ডেন্স, ময়দান, এরিয়ান ক্লাবের নীচে দুখীরাম ক্রিকেট অ্যাকাডেমি থেকে শুরু করে সৌরভের বেহালার বাড়ি পর্যন্ত ঘুরে দেখেছেন তাঁরা। সৌরভ ও তাঁর পরিবারের সঙ্গেও দীর্ঘ আলোচনায় বসেছে টিম। আগামী বছরের ফেব্রুয়ারি থেকে শ্যুটিং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সিনেমাটি মুক্তি পেতে পারে ২০২৬ সালের শেষের দিকে অথবা ২০২৭ বিশ্বকাপের আগে।
এই ছবিতে সৌরভের চরিত্রে অভিনয় করবেন রাজকুমার রাও। অক্টোবরে তিনি কলকাতায় আসবেন এবং প্রায় একমাস সৌরভের সঙ্গে থেকে তাঁর দৈনন্দিন জীবনযাত্রা, আচার-আচরণ ও অঙ্গভঙ্গি রপ্ত করবেন। বাঁ-হাতি ব্যাটিং আয়ত্তে আনতে তাঁকে আলাদা ক্রিকেট প্রশিক্ষণও নিতে হবে।
অন্যদিকে, সিনেমায় সৌরভ-ডোনার প্রেমের অধ্যায়ও গুরুত্বপূর্ণ জায়গা পাচ্ছে। তাই ডোনা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে কে অভিনয় করবেন, তা নিয়ে জোর জল্পনা চলছিল। প্রথমে শোনা গিয়েছিল, মিমি চক্রবর্তী এই চরিত্রে থাকতে পারেন। তবে সেই সম্ভাবনা বাতিল হয়েছে। কারণ, ছবিতে ১৮ থেকে ২০ বছর বয়সী ডোনাকে দেখানো হবে। ফলে মিমির পরিবর্তে নতুন, তরুণ মুখ খোঁজা শুরু হয়েছে। খুব শিগগিরই ডোনার চরিত্রের জন্য অডিশন হবে। অর্থাৎ, সৌরভের বায়োপিকে ডোনার ভূমিকায় মিমি চক্রবর্তীর থাকার আর কোনও সম্ভাবনা নেই।
কলকাতার মাটিতে তৈরি হচ্ছে সৌরভের বায়োপিক, আর তা ঘিরে ইতিমধ্যেই দর্শক, ক্রিকেটপ্রেমী ও সিনেমাপ্রেমীদের মধ্যে উত্তেজনার পারদ চড়ছে।