Mimi Chakraborty Wanted ! সোমবারই ED-র দপ্তরে হাজিরা দিতে হবে অভিনেত্রীকে

September 14, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১.১৫: এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-র (ED) নিশানায় অভিনেত্রী তথা প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। জানা যাচ্ছে, বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে অভিনেত্রীকে তলব করেছে ইডি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দিল্লির অফিসে আগামীকাল, সোমবার তাঁকে হাজিরা দিতে হবে।

অভিযোগ, বেটিং অ্যাপগুলির হয়ে প্রচার করার বিনিময়ে আর্থিক সুবিধা পেয়েছেন অভিনেত্রী। বেটিং অ্যাপের ফলে প্রতারিত হয়েছেন প্রচুর মানুষ, টাকা হারিয়ে সর্বসান্ত হয়েছেন। বেআইনি বেটিং অ্যাপগুলি অবৈধভাবে কয়েকশো কোটি টাকা উপার্জন করেছে। আরও অভিযোগ, হাওয়ালার মাধ্যমে সেই টাকা কালো (Black Money) থেকে সাদা টাকায় পরিণত করা হয়েছে। এই অ্যাপগুলির বিজ্ঞাপনের অন্যতম মুখ ছিলেন মিমি। যার ফলে এই ধরণের অ্যাপ আরও বিশ্বাসযোগ্য বলে মনে হয়েছিল অনেকের কাছে। সূত্রের খবর, অভিনেত্রীর কী ভূমিকা ছিল তা জানতেই তলব করা হয়েছে। অ্যাপ সংস্থার সঙ্গে তাঁর চুক্তি সংক্রান্ত বিষয় এবং ব্যাঙ্ক সংক্রান্ত লেনদেনও খতিয়ে দেখবেন তদন্তকারীরা।

উল্লেখ্য, বেআইনি বেটিং অ্যাপ সংক্রান্ত মামলায় মাসখানেক আগে ২৯ জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে ইডি। নানা ক্ষেত্রের তারকারা রয়েছেন তালিকায়, মিমিও তাঁদের মধ্যে অন্যতম। দক্ষিণী তারকা রাণা দগ্গুবাতী থেকে কপিল শর্মা, বিজয় দেবরকোন্ডা সহ একাধিক তারকার নামও রয়েছে। ১৬ সেপ্টেম্বর মডেল তথা বলিউড অভিনেত্রী ঊর্বশী রাউতেলাকেও দিল্লিতে ইডির সদর দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে। এই সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য এর আগেও একাধিক অভিনেতা, ক্রিকেটার এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ডাকা হয়েছিল। ক্রিকেটারদের মধ্যে শিখর ধাওয়ান, সুরেশ রায়না, বাংলার অভিনেতা অঙ্কুশ হাজরা আগেই ইডির সমন পেয়েছেন।

প্রসঙ্গত, বাংলার শাসক দল তৃণমূলের টিকিটে জয়ী হয়ে যাদবপুর কেন্দ্র থেকে ২০১৯ সালে লোকসভায় গিয়েছিলেন মিমি চক্রবর্তী। তবে সাংসদ হিসাবে তাঁর পারফরম্যান্স ছিল একেবারে তলানিতে। উপস্থিতির হারও কম। তিনি যে পরবর্তী ভোটে টিকিট পাবেন না, তা আঁচ করেইছিলেন। ২০২৪ সালে ১৫ ফেব্রুয়ারি বিধানসভায় গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন মিমি। দাবি করেছিলেন, তিনি রাজনীতির লোক নন। সাংসদপদ থেকে ইস্তফা দিতে মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলেন। মমতা সেই ইস্তফা গ্রহণ করেছিলেন কি-না জানা নেই। তৃণমূল আর তাঁকে টিকিট দেয়নি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen