রবীন্দ্রনাথের গান গেয়ে বাংলাদেশের মন জয় করলেন মিমি

তার একটি নিজস্ব ইউটিউব চ্যানেলও রয়েছে। যেখানে তিনি নিজের গানের ভিডিও জন সাধারণের কাছে তুলে ধরেন।

July 3, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীকে কে না চেনেন। যেমন সুন্দর অভিনয় করেন, তেমনই সুন্দর গানের গলা মিমির। তার একটি নিজস্ব ইউটিউব চ্যানেলও রয়েছে। যেখানে তিনি নিজের গানের ভিডিও জন সাধারণের কাছে তুলে ধরেন।

সম্প্রতি মিমির একটি স্টেজ পারফরম্যান্সের ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তাকে রবীন্দ্রসঙ্গীত ‘আমার পরান যাহা চায়’ গাইতে শোনা গিয়েছে। স্টোন বসানো গাউন পরে উন্মুক্ত স্টেজে তার কন্ঠ ছড়িয়ে পড়েছে বাংলাদেশের আকাশে-বাতাসে। হ্যাঁ, প্রোগ্রামটি ছিল বাংলাদেশের বরিশালে। মিমির গান শুনে মুগ্ধ হয়েছেন বাংলাদেশের গানপ্রিয় মানুষরা।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর মিমির গানের গলার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটিজেনরা। জলপাইগুড়ির মেয়ে মিমি তার অভিনয় জীবন শুরু করেছিলেন ছোটপর্দা দিয়ে। স্টার জলসায় ‘গানের ওপারে’ সিরিয়ালে কাজ করে অভিনয়ে পা দেন মিমি। এরপর পা রাখেন সিনে দুনিয়ায়। অভিনয় দক্ষতা থাকায় ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক ছবিতে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen