যোগী-রাজ্যে আবার নাবালিকাকে ধর্ষণ করে নৃশংস খুন

পুলিশের সন্দেহ, প্রথমে ওই নাবালিকাকে ধর্ষণ করা হয়, তারপর খুন করে এই নৃশংস কাণ্ড ঘটানো হয়।

November 17, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

এবার মাত্র সাত বছরের নাবালিকাকে ধর্ষণ করে নৃশংস খুনের সাক্ষী থাকল উত্তর প্রদেশের (Uttarpradesh) কানপুর। ধর্ষণ করে খুন (Murder), তারপর কেটে নেওয়া হল নাবালিকার যকৃৎ-সহ আরও বেশ কয়েকটি অঙ্গ। সম্প্রতি শিরোনামে উঠে এসেছিল যোগী-রাজ্যর হাথরাসে নারী নির্যাতন। সেই হাথরাসের পর এবার কানপুরে ঘটল এই ভয়াল ঘটনা।

কানপুরে (Kanpur) ৭ বছরের এক নাবালিকার বিকৃত মৃতদেহ উদ্ধার করল পুলিশ। পুলিশের সন্দেহ, প্রথমে ওই নাবালিকাকে ধর্ষণ করা হয়, তারপর খুন করে এই নৃশংস কাণ্ড ঘটানো হয়।

পুলিশ জানিয়েছে, ওই নাবালিকার গ্রামের সন্তানহীন এক দম্পতি ১০০০ টাকা দিয়েছিল তাদেরই প্রতিবেশী দু’জনকে। সন্তান লাভের আশায় ওই দম্পতি কালাজাদু করতে চেয়েছিল। সেই পরিকল্পনারই অংশ পুরো ঘটনা।

চার সন্দেহভাজনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। আধিকারিকরা জানিয়েছেন, একাধিক দলে বিভক্ত হয়ে তদন্তকারীরা কাজ চালাচ্ছেন। ওই নাবালিকার প্রতিবেশী, অঙ্কুল ও বীরেনকে সন্দেহর কারণে পুলিশ আটক করেছে। তারা জিজ্ঞাসাবাদে জানিয়েছে, পরশুরাম নামে এক ব্যক্তি এই গোটা ঘটনা ঘটানোর জন্য তাদের টাকা দিয়েছিল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen