যোগীরাজ্যে নাবালিকাকে ধর্ষণ করে খুন, প্রশ্ন নারী নিরাপত্তা নিয়ে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:৩০: ধর্ষকদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ (Uttarpradesh)। বাড়ির কাছ থেকেই উদ্ধার হল নাবালিকার ক্ষতবিক্ষত দেহ। উত্তরপ্রদেশের বাহরাইচে দিন দুয়েক আগেই নিখোঁজ হয়ে গিয়েছিলেন এক নাবালিকা। তারপর নাবালিকার বাড়ির লোক অপহরণের অভিযোগ দায়ের করেন। সোমবার বাড়ির কাছের এক বাগান থেকে গলা কাটা অবস্থায় নাবালিকার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়।
কিশোরীর দেহে অসংখ্য আঘাতের চিহ্ন মিলেছে। পুলিশ সূত্রে খবর, কিশোরীর হাত ও পা ভাঙা অবস্থায় ছিল। নাক বালি ও আঠা দিয়ে বন্ধ করা ছিল। অপহরণকারীরা নাবালিকাকে ধর্ষণ করে খুন করেছে বলে অভিযোগ পরিবারের। পুলিশ জানিয়েছে, তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তাদের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। নাবালিকার দেহ ময়না-তদন্তের জন্য পাঠানো হয়েছে।
এহেন মর্মান্তিক ঘটনায় আবারও উত্তরপ্রদেশে নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে। যোগীরাজ্যে নিত্যদিন ধর্ষণ ও নারীদের উপর অত্যাচারের অভিযোগ সামনে আসে। উত্তরপ্রদেশে হাথরস থেকে বদায়ুঁর মতো ঘটনা আজও ভোলেনি দেশ। আবারও কাঠগড়ায় উঠেছে বিজেপির ডবল ইঞ্জিন প্রশাসন।