WTC Final: আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় ক্রিকেট দুনিয়াতেও নেমেছে শোকের ছায়া, লর্ডসে এক মিনিটের নীরবতা

লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের তৃতীয় দিনের খেলা শুরুর আগে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়রা এক মিনিট নীরবতা পালন করেছেন।

June 13, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:১৩: আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় ক্রিকেট দুনিয়াতেও নেমেছে শোকের ছায়া। শুক্রবার লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের তৃতীয় দিনের খেলা শুরুর আগে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়রা এক মিনিট নীরবতা পালন করেছেন। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা – উভয় দলের ক্রিকেটাররাই কালো আর্মব্যান্ড পরে মাঠে নামেন।

আহমেদাবাদ বিমানবন্দরের কাছে টেক অফের কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান। উড়ানটিতে মোট ২৪২ জন ছিলেন। তাঁদের মধ্যে ২৩২ জন যাত্রী এবং ১০ জন ক্রু সদস্য। এই ঘটনায় যে ব্যথিত হয়েছে ক্রিকেট জগৎও। অন্যদিকে, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে টিম ইন্ডিয়া নেমেছিল ইন্টার-স্কোয়াড অনুশীলন ম্যাচে। সেখানেও নীরবতা পালন করা হয়। ক্রিকেটাররা কালো আর্মব্যান্ড পরে মাঠে নামেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen