করোনা আক্রান্ত ভারত সহ একাধিক প্রতিযোগিনী, পিছল মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা

একাধিক প্রতিযোগী করোনায় আক্রান্ত

December 24, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

একাধিক প্রতিযোগী করোনায় আক্রান্ত। তাই পিছিয়ে গেল চলতি বছরের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফিনালে। পুয়ের্তেরিকোয় এবারের ফিনালের আসর বসার কথা ছিল। আপাতত আক্রান্ত প্রতিযোগীদের আইসোলেশনে রাখা হয়েছে। উদ্যোক্তারা প্রতিযোগিতার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানিয়েছেন, ‘প্রতিযোগীদের মধ্যে করোনা আক্রান্তর সংখ্যা বাড়ায় প্রত্যেকের সুরক্ষার বিষয়টি বিবেচনা করে আমরা মিস ওয়ার্ল্ড ফিনালে পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ আইসোলেশন শেষে আপাতত আক্রান্ত প্রতিযোগীদের দেশে ফিরিয়ে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছেন প্রতিযোগিতার কর্মকর্তারা। স্বাস্থ্য আধিকারিকদের পরামর্শ মেনে আপাতত করোনা পরীক্ষা ও ভেন্যু বারবার স্যানিটাইজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

জানা যাচ্ছে, কর্মী সমেত এখনও পর্যন্ত ১৭ জন প্রতিযোগী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করছেন মনসা বারাণসী। তিনিও কোভিডে আক্রান্ত। এই প্রসঙ্গে মিস ইন্ডিয়া অর্গানাইজেশন তাঁদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখেছে, ‘আমরা বিশ্বাস করতেই পারছিলাম না যে এতটা পরিশ্রম সত্ত্বেও মনসা বিশ্ব মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করতে পারছে না। কিন্তু ওই মুহূর্তে ওর সুরক্ষা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ও দেশে ফিরে সুস্থ হয়ে আবার নতুন উদ্যমে প্রতিযোগিতায় ফিরে যাবে।’ সংস্থা জানিয়েছে নব্বই দিনের মধ্যে আবার ফিনালে অনুষ্ঠিত হবে। তবে দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen