‘মিশন ছাব্বিশের ভোট, ৩ দিনের বঙ্গ সফরে এলেন অমিত শাহ
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৩৫: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গ সফরের রেশ কাটতে না কাটতেই সোমবার সন্ধ্যায় তিন দিনের সফরে বাংলায় এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। রাজ্যে যখন ভোটার তালিকার স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) শুনানি ঘিরে রাজনৈতিক পারদ চড়ছে, ঠিক সেই আবহেই শাহের এই সফরকে ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। রাজনৈতিক মহলের মতে, মূলত ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেই বঙ্গ সফরে এসেছেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি।
বিজেপি সূত্রে খবর, এই সফরের মূল লক্ষ্যই হল ‘মিশন ২৬’-র রণকৌশল চূড়ান্ত করা। সোমবার সন্ধ্যায় শহরে পা রেখে রাজ্য বিজেপির কার্যালয়ে একটি বৈঠকের মাধ্যমে সফরের সূচনা করেন তিনি। আগামী দু’দিন ঠাসা কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।
কী কী কর্মসূচি রয়েছে অমিত শাহের?
দলীয় সূত্রে জানা গিয়েছে, সফরের দ্বিতীয় দিন অর্থাৎ ৩০ ডিসেম্বর (মঙ্গলবার) সকালে একটি সাংবাদিক বৈঠক করবেন অমিত শাহ। এরপর দলের কোর কমিটির সঙ্গে ২০২৬-এর রূপরেখা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসার কথা রয়েছে তাঁর। ওইদিন রাতেই কলকাতায় সঙ্ঘ (RSS) নেতৃত্বের সঙ্গে কো-অর্ডিনেশন বৈঠক করবেন কেন্দ্রীয় সমবায়মন্ত্রী।
সফরের শেষ দিন, ৩১ ডিসেম্বর (বুধবার) সায়েন্স সিটি অডিটোরিয়ামে কলকাতা পুরনিগম এলাকার বিজেপি (BJP) নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করবেন শাহ। পাশাপাশি রাজ্যের বিজেপি সাংসদ ও বিধায়কদের সঙ্গেও তাঁর বৈঠকের সম্ভাবনা রয়েছে। সাংগঠনিক বৈঠকের পাশাপাশি বেশ কিছু জনসংযোগ ও সাংস্কৃতিক কর্মসূচিও রয়েছে তাঁর। বুধবার গিরিশ ঘোষের (Girish Ghosh) মূর্তিতে মাল্যদান এবং সিস্টার নিবেদিতার বাড়ি যাওয়ার কথা রয়েছে শাহের। এছাড়াও তাঁর ইসকন মন্দিরে যাওয়ার কথাও রয়েছে। তিন দিনের ব্যস্ত সফর শেষে ৩১ ডিসেম্বর রাতেই দিল্লি ফিরে যাবেন তিনি।
উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর ঘন কুয়াশার কারণে নদীয়ায় প্রধানমন্ত্রীর কপ্টার নামতে পারেনি। ফলে সভা বাতিল করে কলকাতা বিমানবন্দর থেকেই অডিয়ো বার্তা দিয়ে ফিরে যেতে হয়েছিল নরেন্দ্র মোদীকে। সেই ঘটনার ঠিক দশ দিনের মাথায় অমিত শাহের এই আগমন রাজ্য বিজেপি কর্মীদের মনোবল বাড়াতে সাহায্য করবে বলেই মনে করছে নেতৃত্ব। SIR শুনানি, ভোটার তালিকা বিতর্ক এবং ‘মিশন ২৬’- এই তিন প্রেক্ষাপটে দাঁড়িয়ে অমিত শাহ রাজ্য নেতাদের কী বার্তা দেন, এখন সেদিকেই তাকিয়ে বঙ্গ রাজনীতি।