মিশন বেঙ্গল ২০২৬, বঙ্গজয়ের লক্ষ্যে কোন ‘শাহী মাস্টারপ্ল্যান’-এ জোর দিচ্ছে বিজেপি?

January 3, 2026 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:৩২: ২০২৫-এ বিহার জয়ের পর বিজেপির এবার লক্ষ্য বাংলা। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এখন থেকেই ঘুঁটি সাজাতে শুরু করেছে গেরুয়া শিবির। আর এই ‘মিশন বেঙ্গল’-এর রাশ নিজের হাতে তুলে নিয়েছেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। দলীয় সূত্রের খবর, বাংলাকে ‘হাই প্রাইঅরিটি স্টেট’ হিসেবে চিহ্নিত করে এক বিশেষ নির্বাচনী ব্লু-প্রিন্ট তৈরি করেছে দিল্লির শীর্ষ নেতৃত্ব।

ডিসেম্বরের শেষে কলকাতা সফরে এসে রাজ্য নেতৃত্বের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছিলেন অমিত শাহ। সেখানেই স্পষ্ট করে দেওয়া হয়েছে আগামী দেড় বছরের পথচলা। সূত্রের খবর, অমিত শাহের এই ‘মাস্টারপ্ল্যান’-এর ভিত্তি মূলত চারটি স্তম্ভ। এগুলি হলো– বাংলাদেশি অনুপ্রবেশ, নারী নিরাপত্তা, রাজনৈতিক হিংসা এবং দুর্নীতি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মমতার সরকারকে চাপে ফেলতে এই চার ইস্যুকেই তুরুপের তাস করতে চাইছে বিজেপি (BJP)। প্রতিটি জেলা ও বিধানসভা কেন্দ্রে এই বিষয়গুলির ওপর ভিত্তি করে ইতিমধ্যেই তথ্যভিত্তিক রিপোর্ট তৈরির কাজ শুরু হয়েছে।

বিজেপির অন্দরমহলের খবর, এবারের ভোটে অনুপ্রবেশ ইস্যুকে ‘গেম চেঞ্জার’ হিসেবে দেখছে দল। সীমান্তে কাঁটাতার বসানোর জন্য রাজ্য সরকার জমি দিচ্ছে না- এই অভিযোগকে সামনে রেখে প্রচারের ঝড় তোলার নির্দেশ রয়েছে। পাশাপাশি রাজ্যের জনতাত্ত্বিক পরিবর্তনের বিষয়টিও প্রচারে গুরুত্ব পাবে। অন্যদিকে, দুর্নীতির প্রশ্নে তৃণমূলকে কোণঠাসা করতে রোজভ্যালি, এসএসসি, গরু পাচার, রেশন ও পুরনিয়োগের মতো মামলাগুলিকে ‘প্রাতিষ্ঠানিক দুর্নীতি’ হিসেবে তুলে ধরার পরিকল্পনা নেওয়া হয়েছে।

কেবল আক্রমণই নয়, কেন্দ্র-রাজ্য সংঘাতকে কাজে লাগিয়ে নির্দিষ্ট ‘ন্যারেটিভ’ তৈরির কৌশলও রয়েছে শাহের ঝুলিতে। বিজেপির অভিযোগ, আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং জল জীবন মিশনের মতো মোদী সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলি রাজ্য সরকার আটকে রেখেছে। এই বার্তা বুথ স্তরে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার কড়া নির্দেশ দেওয়া হয়েছে কর্মীদের।

সাংগঠনিক স্তরেও বড়সড় রদবদলের ইঙ্গিত মিলছে। অমিত শাহ নিজে রাজ্যের সংগঠনের রিপোর্ট নিচ্ছেন। দুর্বল জেলাগুলিতে নেতৃত্বে বদল, নতুন মুখ তুলে ধরা এবং তৃণমূলের বিক্ষুব্ধ অংশকে কাজে লাগানোর পরিকল্পনাও রয়েছে। সব মিলিয়ে, ২০২৬-এর লড়াইয়ে বিজেপি যে শুধুই প্রধান বিরোধী দল হিসেবে নয়, বরং রাজ্যের ক্ষমতা দখলের মরিয়া লক্ষ্য নিয়েই ময়দানে নামছে, তা অমিত শাহের এই আগ্রাসী রণকৌশলেই স্পষ্ট।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen