Mother Teresa: মিশনারিজ অফ চ্যারিটির সদর দপ্তরের বাইরে উন্মোচিত হল মাদার টেরেজার মূর্তি

October 7, 2025 | < 1 min read
Published by: Manas Modak

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:২০: কলকাতায় মাদার টেরেজার (Mother Teresa) প্রতিষ্ঠিত সংগঠন ‘মিশনারিজ অফ চ্যারিটি’-র (Missionaries of Charity) আন্তর্জাতিক সদর দপ্তরের বাইরে আজ উন্মোচন করা হলো তাঁরই একটি মূর্তি। সংগঠনটির ৭৫তম প্রতিষ্ঠাদিবস উপলক্ষে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brien) এই ঘটনাকে ‘খুবই বিশেষ’ বলে আখ্যা দিয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, শহরের মহানাগরিক-সহ জনপ্রতিনিধি, বিশেষ অতিথিকূল।

মঙ্গলবার সামাজিক মাধ্যমে ও’ব্রায়েন বলেন, “আজ মিশনারিজ অফ চ্যারিটির ৭৫তম প্রতিষ্ঠাদিবস। কলকাতায় তাঁর প্রতিষ্ঠিত সংগঠনের আন্তর্জাতিক সদর দপ্তরের বাইরে মাদারের মূর্তি উন্মোচন করা হলো। এটি খুবই বিশেষ একটি ঘটনা।” তিনি সংগঠনটির অনন্যসাধারণ যাত্রাকে স্মরণ করেন।

১৯৫০ সালের ৭ই অক্টোবর প্রতিষ্ঠিত মিশনারিজ অফ চ্যারিটি এখন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। ১৩৮টি দেশে তাঁদের ৭৫৪টি কেন্দ্র রয়েছে এবং ৫,০৭৬ জন সন্ন্যাসী সর্বত্রই দরিদ্রতম মানুষের সেবায় নিবেদিত। সংগঠনের সুপিরিয়র জেনারেল সিস্টার মেরি জোসেফ বলেছেন, মাদার টেরেজা আজও তাঁদের পথ দেখান এবং অনুপ্রেরণা জোগান।

মানবতার সেবায় মাদার টেরেজার নিঃস্বার্থ ত্যাগ ও করুণার ছাপ চিরস্থায়ী হয়ে রয়েছে। তাঁর সংগঠন যেকোনো ধর্ম বা বর্ণের মানুষকে সাহায্য, আশ্রয় ও সেবা দিয়ে এসেছে এবং আসছে। মিশনারিজ অফ চ্যারিটির কাজ মাদার টেরেজার সেই অটল অঙ্গীকারের জীবন্ত প্রমাণ, যেখানে দরিদ্র ও সমাজের প্রান্তিক মানুষদের সেবাই ছিল তাঁর একমাত্র লক্ষ্য।

 

 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen