কড়া ভাষায় নেটিজেনদের মুখ বন্ধ করলেন সৃজিত ঘরণী

গত বছরের ৬ই ডিসেম্বর সব জল্পনার অবসান ঘটিয়ে সৃজিত মুখোপাধ্যায় এবং ওপার বাংলার নায়িকা রাফিয়াথ রাশিদ মিথিলা বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

January 17, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi
বিয়ের পর সৃজিত ও মিথিলা । ছবি সৌজন্যেঃ সৃজিত মুখোপাধ্যায় এর ফেসবুক পেজ

গত বছরের ৬ই ডিসেম্বর সব জল্পনার অবসান ঘটিয়ে সৃজিত মুখোপাধ্যায় এবং ওপার বাংলার নায়িকা রাফিয়াথ রাশিদ মিথিলা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই বিয়ে শুধু দুই ধর্মেরই নয় বরং তারও ওপরে গিয়ে দুই সংস্কৃতির, দুই দেশের। এই হয়তো সৃজিতের মতো মানুষের সুশীল মানসিকতার পরিচয়।

কিন্তু এই বিয়ে নিয়েই বার বার দম্পতিকে নেটিজেনদেরকে তোপের মুখে পড়তে হচ্ছে । বিয়ের দেড় মাস পেরিয়ে গেলেও সোস্যাল মিডিয়ায় কদর্য মন্তব্যের বন্যা বয়েই চলেছে। এ নিয়ে সৃজিত মুখোপাধ্যায় মুখ খুললেও, রা কাটেননি তার স্ত্রী।

কিন্তু শেষ পর্যন্ত মুখ বন্ধ করে রাখতে পারলেন না। কড়া ভাষায় জবাব দিলেন নেটিজেনদের। তিনি পরিস্কার জানিয়ে দিলেন, “আমি কোনও হিন্দু, কোনও ভারতীয় কিংবা কোনও পরিচালককে বিয়ে করিনি। আমি এমন একজনকে বিয়ে করেছি যিনি মনের দিক থেকে দয়ালু, মেধাবী। যাঁর প্রেমে পড়েছিলাম আমি। আর তাই ওঁর সবরকম পরিচয় নিয়েই আমি গর্বিত। এরপর যদি কেউ আমার বিয়ে কিংবা আমার স্বামীকে নিয়ে কোনওরকম কটূক্তি করেন, তাহলে তাঁকে কষিয়ে এক চড়।” 

স্ত্রীর টুইট শেয়ার করে মজার ছলে সৃজিত লিখেছেন, “অনেক হয়েছে পাগলি, এবার কাঁদাবি নাকি?” এর আগে সৃজিত এবং মিথিলার পাশে দাঁড়িয়ে তাদের হয়ে উত্তর দিয়েছিলেন লেখিকা তসলিমা নাসরিন এবং সৃজিতের দীর্ঘদিনের বন্ধু গায়ক অনুপম রায়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen