সুশান্ত সিং রাজপুতের মতো রহস্যজনক মৃত্যু আদিত্য সিং রাজপুতের, বাথরুম থেকে উদ্ধার অভিনেতার দেহ

৩২ বছর বয়সে আদিত্যর প্রয়াণ অনেককেই সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যুর কথা মনে করিয়ে দিচ্ছে।

May 22, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
বাথরুম থেকে উদ্ধার অভিনেতা দেহ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ফের অস্বাভাবিক মৃত্যু বলিউডের খ্যাতনামা মডেল-অভিনেতা আদিত্য সিং রাজপুতের। ২২ মে অর্থাৎ সোমবার সন্ধ্যায় মুম্বইয়ের আন্ধেরিতে নিজের ফ্ল্যাটেই উদ্ধার হয় তাঁর নিথর দেহ। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ৩২ বছর বয়সে আদিত্যর প্রয়াণ অনেককেই সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যুর কথা মনে করিয়ে দিচ্ছে।

বলিউডে আদিত্য সিং রাজপুত খুবই পরিচিত নাম। মডেল হিসেবেই মুম্বইতে কেরিয়ার শুরু করেছিলেন আদিত্য সিং রাজপুত। বেশ কিছু হিন্দি ধারাবাহিকের পাশাপাশি ৩০০টি বিজ্ঞাপনেও তাঁকে দেখা গিয়েছে। অংশ নিয়েছিলেন ‘স্পিটসভিলা ৯’, ‘আওয়াজ সিজন ৯’, ‘ব্যাড বয় সিজন ৪’-এর মতো শোগুলিতে। কাস্টিং কোঅর্ডিনেটর হিসেবে বেশ কয়েকটা নামকরা প্রযোজনা সংস্থার সঙ্গেও ওঠাবসা ছিল আদিত্যর।

মুম্বইয়ের আন্ধেরির একটি বহুতলের ১১ তলায় থাকতেন তিনি। সোমবার বিকেলে সেই ফ্ল্যাটে যান আদিত্যর এক বন্ধু। সেই ফ্ল্যাটের বাথরুমে পড়ে থাকতে দেখেন আদিত্যকে। তৎক্ষনাৎ সেই বন্ধু ও আবাসনের নিরাপত্তারক্ষী তাঁকে নিয়ে যায় হাসপাতালে।

সূত্রের খবর, মাত্রাতিরিক্ত মাদকসেবনের কারণেই নাকি মৃত্যু হয়েছে অভিনেতার। আদিত্যর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সেই রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর আসল কারণ সম্পর্কে জানা যাবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen