নেই বিশৃঙ্খলা! সময় ভাগ করে টিকাকরণ করে মডেল বাগনান ২ ব্লক

রাজ্য জুড়ে চলছে টিকা দেওয়ার কাজ।

September 23, 2021 | 2 min read
Published by: Drishti Bhongi

রাজ্য জুড়ে চলছে টিকা দেওয়ার কাজ। তবে টিকা দিতে গিয়ে অনেক শিবিরেই বিশৃঙ্খল অবস্থার কথা শোনা গিয়েছে। কোথাও টিকা না থাকা নিয়ে ক্ষোভ ছড়িয়েছে, কোথাও লাইনে ধাক্কাধাক্কি হয়েছে। এক্ষেত্রে মডেল হিসেবে কাজ করে দেখাল বাগনান ২ নং ব্লক। প্রতি টিকাপ্রাপককে নির্দিষ্ট সময়ে টিকাকেন্দ্রে আসতে বলেই কামাল করেছে তারা। কোথাও কোনও ধাক্কাধাক্কি নেই। নির্দিষ্ট দূরত্ববিধি মেনে এখানকার প্রতি শিবিরে ভ্যাকসিন দেওয়ার কাজ চলছে। এই সুনির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করেই বাগনান ২ নং ব্লক প্রশাসন ইতিমধ্যে দু’টি গ্রাম পঞ্চায়েতে ভ্যাকসিনের প্রথম ডোজ সম্পূর্ণ করেছে। ভ্যাকসিনের পর্যাপ্ত সরবরাহ থাকলে কয়েকদিনের মধ্যে আরও দু’টি গ্রাম পঞ্চায়েত এবং পুজোর আগেই ব্লকের বাকি পঞ্চায়েতগুলিতে ভ্যাকসিনের প্রথম ডোজ সম্পূর্ণ করা যাবে বলে আশাবাদী প্রশাসন। জেলা স্বাস্থ্যদপ্তরের বক্তব্য, ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে বাগনান ২ নং ব্লক কার্যত মডেল।


বাগনান ২ নং ব্লক প্রশাসন সূত্রে খবর, এই মাসে ওড়ফুলি ও হ্যালান গ্রাম পঞ্চায়েত দু’টিতে ভ্যাকসিনের প্রথম ডোজ সম্পূর্ণ হয়েছে। এছাড়াও আন্টিলা ও চন্দ্রভাগ গ্রাম পঞ্চায়েত দুটিতেও কয়েকদিনের মধ্যে প্রথম ডোজ দেওয়ার কাজ শেষ হয়ে যাবে। জানা গিয়েছে, ব্লকে ৭টি গ্রাম পঞ্চায়েত আছে। টিকা দেওয়া শুরু হওয়ার পর থেকেই আশা ও অঙ্গনওয়ড়ি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা মিলিয়ে ভ্যাকসিন না পাওয়া মানুষদের মধ্যে কুপন বিলি করেছেন। বাগনানের বিধায়ক অরুণাভ সেন জানান, শিবিরে ভিড় এড়াতে প্রত্যেকের কুপনে নির্দিষ্ট সময় দেওয়া হয়েছিল। সকাল, দুপুর ও বিকেল– এই তিনভাগে সময় ভাগ করা হয়েছিল। এইভাবে গোটা প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ায় ধাক্কাধাক্কি না করে সকলেই নির্বিঘ্নে টিকা পেয়েছেন। এই নিয়মের প্রশংসা করেছে হাওড়া জেলা স্বাস্থ্যদপ্তরও। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ নিতাইচন্দ্র মণ্ডল জানান, বাগনান ২ নং ব্লক সত্যি প্রশংসনীয় কাজ করেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen