কার্কীকে ফোন মোদীর, বাম সরকারের পতন হতেই নেপালের সঙ্গে সম্পর্ক মসৃণ করার উদ্যোগ শুরু নয়া দিল্লির

September 18, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৩৫: জেন-জি বিদ্রোহের জেরে নেপালে (Nepal) বাম সরকারের পতন হয়েছে। নেপালের অন্তর্বর্তী সরকারের (Nepal Interim Government) নতুন প্রধানমন্ত্রী হয়েছে সুশীলা কার্কী (Sushila Karki)। এবার তাঁকেই ফোন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। কার্কী দায়িত্ব নেওয়ার পর এই প্রথম ফোনে কথা হল দুই দেশের রাষ্ট্রপ্রধানের। শোনা যাচ্ছে, পড়শি দেশের পাশে থাকার বার্তাও নাকি দিয়েছেন মোদী। আগামীকাল, শুক্রবার নেপালের জাতীয় দিবস। তার আগে নেপালের নয়া প্রধানমন্ত্রী সহ গোটা দেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন মোদী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নেপালের সঙ্গে সম্পর্ক মসৃণ করতেই মোদী ফোন করেছেন কার্কীকে। ক্ষমতা হারানোর কারণ হিসাবে নেপালের বাম সরকারের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি নয়া দিল্লিকেই কাঠগড়ায় তুলেছিলেন।

আজ, বৃহস্পতিবার সকালে সুশীলার সঙ্গে কথা হয়েছে মোদীর। সমাজ মাধ্যমের সে’কথা জানিয়েছেন মোদী। তিনি লিখছেন, ‘‘নেপালের অন্তর্বর্তিকালীন সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কীর সঙ্গে ফোনে কথা হল। সাম্প্রতিককালে নেপালে মর্মান্তিক প্রাণহানির জন্য তাঁকে আন্তরিক সমবেদনা জানিয়েছি। নেপালে শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের চেষ্টায় সর্বদা পাশে থাকবে ভারত, সে কথাও জানিয়েছি তাঁকে।’’

উল্লেখ্য, সমাজ মাধ্যমের উপর নিষেধাজ্ঞা জারি করা নিয়ে নেপালে ছাত্র-যুবর আন্দোলন শুরু হয়। বহু বিক্ষোভকারীর মৃত্যু হয়। ৯ সেপ্টেম্বর পদত্যাগ করেন নেপালের তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে নেপালের সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলাকে দায়িত্ব নিতে অনুরোধ করেন ছাত্র-যুবরা। ১২ সেপ্টেম্বর নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেছেন ৭২ বছরের সুশীলা। তারপর এই প্রথম ফোনে কথা হল দু’দেশের রাষ্ট্রপ্রধানের।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen