বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়াণে শোকপ্রকাশ মোদী, মমতার
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:৩৪: বাংলাদেশের স্থানীয় সময় অনুসারে মঙ্গলবার সকাল ৬টা নাগাদ ঢাকার হাসপাতালে মৃত্যু হয় খালেদা জিয়ার (Begum Khaleda Zia)। এক মাসেরও বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। তাঁর মৃত্যুর পরই বাংলাদেশের প্রায় প্রতিটি রাজনৈতিক দলের তরফে শোকপ্রকাশ করা হয়েছে। প্রয়াত বিএনপি নেত্রী তথা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়াণে শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)।
খালেদার পরিবার এবং বাংলাদেশের মানুষকে সমবেদনা জানান মোদী। সমাজমাধ্যমে মোদী লেখেন, “বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে বেগম খালেদা জিয়ার বাংলাদেশ এবং ভারত-বাংলাদেশ সম্পর্কের প্রতি অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।” পাশাপাশি, প্রধানমন্ত্রী মোদী, তাঁর সঙ্গে খালেদার দু’টি ছবি পোস্ট করেছেন।
ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পরলোকগমনের সংবাদে গভীরভাবে শোকাহত।
তাঁর পরিবার এবং বাংলাদেশের সকল মানুষের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। সর্বশক্তিমান যেন এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি তাঁর পরিবারকে দান করেন।
বাংলাদেশের প্রথম নারী… pic.twitter.com/Aezd2Hl7x6
— Narendra Modi (@narendramodi) December 30, 2025
উল্লেখ্য, ২০১৫ সালে ভারতের প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশে গিয়েছিলেন মোদী। সেই সময় বাংলাদেশের তৎকালীন বিরোধী নেত্রী খালেদার সঙ্গেও সাক্ষাৎ করেছিলেন মোদী। ওই বৈঠকের জোড়া ছবি পোস্ট করেছেন মোদী। বৈঠকের স্মৃতিচারণও করেছেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী লিখেছেন, “২০১৫ সালে ঢাকায় তাঁর (খালেদা) সঙ্গে বৈঠকের কথা মনে পড়ছে। আমার বিশ্বাস, তাঁর (খালেদা) দৃষ্টিভঙ্গি এবং ঐতিহ্য আমাদের (ভারত-বাংলাদেশ) বোঝাপড়াকে পথ দেখিয়ে নিয়ে যাবে।”
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এক্স হ্যান্ডেলে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘‘বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা অন্যতম জননেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে আমি শোকাহত। আমি তাঁর শোকসন্তপ্ত পরিবার, বন্ধুবান্ধব ও তাঁর রাজনৈতিক সহকর্মীদের আমার সমবেদনা জানাচ্ছি।’’
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা অন্যতম জননেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে আমি শোকাহত।
আমি তাঁর শোকসন্তপ্ত পরিবার,বন্ধুবান্ধব ও তাঁর রাজনৈতিক সহকর্মীদের আমার সমবেদনা জানাচ্ছি।
Saddened by the demise of Begum Khaleda Zia, former Prime Minister of Bangladesh and a…
— Mamata Banerjee (@MamataOfficial) December 30, 2025