পেনশনেও বঞ্চনা মোদী সরকারের? আন্দোলনের পথে অবসরপ্রাপ্ত ব্যাঙ্ককর্মীরা

July 25, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১১:৫০: প্রতিটি বেতন কমিশনের সুপারিশের ভিত্তিতে কেন্দ্র ও রাজ্য সরকারি পেনশনভোগীদের পেনশন আপডেট করা হয়। ২০১৯ সাল থেকে রিজার্ভ ব্যাঙ্কের কর্মীদেরও পেনশন আপডেট ব্যবস্থা চালু রয়েছে। অবসরপ্রাপ্ত ব্যাঙ্ককর্মীদের ক্ষেত্রে সেই সুবিধা নেই। পেনশনভোগী অবসরপ্রাপ্ত ব্যাঙ্ককর্মীদের দাবি, তাঁদের জন্যও পেনশন আপডেটের সুবিধা চালু হোক। ব্যাঙ্ক কর্মচারী পেনশন নিয়মাবলির ৩৫(১) ধারায় পেনশন আপডেটের উল্লেখ রয়েছে। তারপরও কেন্দ্র সরকার সুযোগ দিচ্ছে না।

অল ইন্ডিয়া ব্যাঙ্ক পেনশনার্স অ্যান্ড রিটায়ারিজ কনফেডারেশনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুপ্রীত সরকারের মতে এই দাবি সঙ্গত। সুপ্রীতবাবু জানান, সুপ্রিম কোর্টের রায় সত্ত্বেও ব্যাঙ্ককর্মীরা বিশেষ ভাতার উপর অবসরকালীন সুবিধা পান না। কর্মরত অবস্থায় স্বাস্থ্য বিমার প্রিমিয়াম সংশ্লিষ্ট ব্যাঙ্ক বহন করলেও অবসরের পর পেনশনভোগীদেরই প্রিমিয়াম জমা দিতে হয়।

এছাড়াও আরও কয়েকটি দাবি নিয়ে শনিবার ডালহৌসি চত্বরে বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে অবসরপ্রাপ্ত ব্যাঙ্ককর্মীদের যৌথ মঞ্চ সিবিপিআরও-র তরফে। সমাবেশে অন্তত এক হাজার পেনশনভোগী উপস্থিত থাকবেন বলেও জানা যাচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen