মধ্যবিত্তদের জোড়া ধাক্কা দিল মোদী সরকার! গ্যাস-পেট্রল-ডিজেলের দাম বাড়ছে

উজ্জ্বলা যোজনার আওতায় থাকা ক্রেতাদেরও গুনতে হবে অতিরিক্ত দাম। শুধু তাই নয় প্রট্রল-ডিজেলর দাম বাড়ার সম্ভাবনাও রয়েছে

April 7, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সোমবার দেশের মধ্যবিত্তদের জন্য একের পর এক খারাপ খবর এল। যা তাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। এমনিতেই মূল্যবৃদ্ধির চাপে প্রাণ ওষ্ঠাগত দেশবাসীর, তার উপর দাম বাড়ল রান্নার গ্যাসের। সিলিন্ডার প্রতি ৫০ টাকা করে দামবৃদ্ধির কথা সোমবার ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। উজ্জ্বলা যোজনার আওতায় থাকা ক্রেতাদেরও গুনতে হবে অতিরিক্ত দাম। শুধু তাই নয় প্রট্রল-ডিজেলর দাম বাড়ার সম্ভাবনাও রয়েছে। কারণ, পেট্রল ও ডিজেলের উপর লিটার প্রতি ২ টাকা অন্তঃশুল্ক বাড়াল নরেন্দ্র মোদী সরকার।

কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিংহ পুরী সোমবার জানিয়েছেন, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাপ্রাপ্ত ক্রেতাদের এতদিন রান্নার গ্যাসের একটি সিলিন্ডার কিনতে ৫০০ টাকা দিতে হত। দামবৃদ্ধির ফলে তাঁদের ৫৫০ টাকা করে দিতে হবে। অন্য ক্রেতাদের এত দিন রান্নার গ্যাসের একটি সিলিন্ডার কিনতে দিতে হত ৮০৩ টাকা। দামবৃদ্ধির ফলে তাঁদের দিতে হবে ৮৫৩ টাকা।

সোমবার কলকাতায় লিটার প্রতি পেট্রলের দাম ছিল ১০৫.১ টাকা। কেন্দ্রের এদিনের সিদ্ধান্তের ফলে মঙ্গলবার ৮ এপ্রিল থেকে পেট্রলের দাম লিটার প্রতি ২ টাকা বেড়ে যাবে বলে মনে করা হচ্ছে। তা ছাড়া বাজারের উপর নির্ভর করে পেট্রলের দাম যেমন বাড়ে কমে তা অব্যহত থাকবে। অর্থাৎ মঙ্গলবার পেট্রলের দাম ১০৭.১ টাকার বেশিও হতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen