আসছে না সমগ্র শিক্ষা মিশন প্রকল্পের টাকা, মোদী সরকারের বঞ্চনার শিকার বাংলার স্কুলের পড়ুয়ারাও?
কেন্দ্রের দেড় হাজার কোটি টাকা না-পাওয়ার জেরে বাংলার স্কুলগুলিতে পর্যাপ্ত পরিমাণে স্মার্ট ক্লাসরুম তৈরি করা যাচ্ছে না।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:২১: রাজ্যের স্কুল পড়ুয়ারাও মোদী সরকারের বঞ্চনার শিকার? এমনই অভিযোগ উঠছে। রাজ্যের শাসক দলের অভিযোগ, মিড-ডে মিলের টাকা, আবাস যোজনার টাকা, ১০০ দিনের কাজের টাকা কেন্দ্র দিচ্ছে না। নতুন সংযোজন সমগ্র শিক্ষা মিশন প্রকল্পের টাকা। কেন্দ্রের দেড় হাজার কোটি টাকা না-পাওয়ার জেরে বাংলার স্কুলগুলিতে পর্যাপ্ত পরিমাণে স্মার্ট ক্লাসরুম তৈরি করা যাচ্ছে না। টাকা না-দেওয়ায় প্রযুক্তি ব্যবহারের সুফল থেকে বাংলার পড়ুয়ারা আগামীতে বঞ্চিত হবে।
উল্লেখ্য, সমগ্র শিক্ষা মিশন প্রকল্পের অর্থে সারা দেশে স্মার্ট ক্লাসরুম তৈরি করা হয়। প্রশাসন সূত্রে খবর, গত অর্থবর্ষে কেন্দ্রের থেকে খাতায় কলমে ৩৪২টি স্মার্ট ক্লাস করার অনুমোদন পেয়েছিল রাজ্য। মাত্র ১০০টি স্মার্ট ক্লাস তৈরি হয়েছে। কেন্দ্র যত টাকা পাঠিয়েছিল, তাতে ১০০টি স্মার্ট ক্লাস করা হয়েছে। নির্মাণে রাজ্যের ৪০ শতাংশ অর্থও রয়েছে। বাকি ২৪২টি স্মার্ট ক্লাস তৈরির জন্য কেন্দ্রের থেকে দেড় হাজার কোটি টাকা বরাদ্দের জন্য অনুমোদন চাওয়া হয়েছে। কেন্দ্র এখনও অনুমোদন করেনি। গত দু’বছরেও কেন্দ্র থেকে কোনও টাকা আসেনি রাজ্যে। বকেয়া টাকা পাওয়ার জন্য বার বার কেন্দ্রের কাছে দরবার করেছে বিকাশভবনের আধিকারিকরা। কিন্তু বিগত চার বছর যাবৎ বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারকে বরাবরই উদাসীন থাকতে দেখা গিয়েছে।
অভিযোগ, পিএমশ্রী প্রকল্পের মধ্যে সমগ্র শিক্ষা মিশনকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। যদিও পিএমশ্রী প্রকল্পের সঙ্গে সমগ্র শিক্ষা মিশনের প্রকল্পের কোনও যোগাযোগই নেই। উল্লেখ্য, ২০০৩ সালে সমগ্র শিক্ষা মিশন শুরু করা হয়। সমগ্র শিক্ষা মিশনের আওতায় স্মার্ট ক্লাস তৈরির জন্য কেন্দ্র ও রাজ্য উভয়কেই টাকা দিতে হয়। সমগ্র শিক্ষা মিশনের জন্য ৮০ শতাংশ অর্থ বরাদ্দ করত কেন্দ্র। রাজ্য দিত ২০ শতাংশ। এখন কেন্দ্রের অনুপাত কমিয়ে ৬০ শতাংশ করা হয়েছে। রাজ্যকে ব্যয় করতে হয় ৪০ শতাংশ অর্থ। সমগ্র শিক্ষা মিশন প্রকল্পে অনুযায়ী, প্রতিটি রাজ্যকে ব্লকে ব্লকে একটি করে উন্নতমানের মডেল স্কুল তৈরি করতে হবে। স্মার্ট ক্লাস, ডিজিটাল ল্যাব, লাইব্রেরি-সহ উন্নতমানের পরিকাঠামো থাকবে সেখানে। দেশের অধিকাংশ রাজ্যে হাজার হাজার স্মার্ট ক্লাস তৈরি করা হলেও বাংলায় মাত্র ১০০টি স্মার্ট ক্লাস রুম তৈরি হয়েছে।