Pahalgam Attacks: ৭১ দিন পরও নেই আন্তর্জাতিক প্রতিক্রিয়া, মোদী সরকারের কূটনৈতিক ব্যর্থতা তুলে ধরল তৃণমূল

আন্তর্জাতিক মহল কার্যত নীরব। এই গভীর নীরবতা এবং ভারতের কূটনৈতিক ব্যর্থতাকে তুলে ধরেছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস

July 2, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৫৭: পহেলগাঁওয়ের (Pahalgam) ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার ৭১ দিন অতিক্রান্ত হলেও, এখনও পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে কোনো উল্লেখযোগ্য আন্তর্জাতিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই হামলায় প্রাণ হারিয়েছিলেন ২৬ জন নিরীহ ভারতীয় নাগরিক। অথচ আন্তর্জাতিক মহল কার্যত নীরব। এই গভীর নীরবতা এবং ভারতের কূটনৈতিক ব্যর্থতাকে তুলে ধরেছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (All India Trinamool Congress), তাদের অফিশিয়াল এক্স হ্যান্ডেলে প্রকাশিত এক বিবৃতিতে।

তৃণমূল কংগ্রেসের মতে, এই ঘটনা শুধুমাত্র একটি সন্ত্রাসবাদী আক্রমণ নয়, বরং ভারতের পররাষ্ট্র নীতির এক গুরুতর পরাজয়ের প্রতিফলন। তৃণমূল জানিয়েছে:

এখনও পর্যন্ত একটিও বিদেশি রাষ্ট্র পাকিস্তানের এই হামলার নিন্দা করেনি। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি (US President) প্রকাশ্যে পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ভোজে অংশগ্রহণ করেছেন এবং “ভালোবাসা” প্রকাশ করেছেন। ইন্টারন্যাশনাল মনেটারি ফান্ড (IMF) পাকিস্তানকে ১ বিলিয়ন ডলারের বেলআউট (bailout) প্যাকেজ দিয়েছে।

একই সঙ্গে বিশ্বব্যাংক (World Bank) পাকিস্তানকে ৪০ বিলিয়ন ডলারের দীর্ঘমেয়াদি সহায়তা দিয়েছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (ADB) ৩৫০ মিলিয়ন ডলারের ঋণ অনুমোদন করেছে। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ (UNSC) পাকিস্তানকে অ্যান্টি-টেররিজম কমিটির ভাইস-চেয়ার পদে নিযুক্ত করেছে।

এরপর আরও উদ্বেগজনক খবর – ২০২৫ সালের জুলাই মাসের জন্য পাকিস্তান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের (UN Security Council) সভাপতির পদ গ্রহণ করেছে। একদিকে সন্ত্রাসবাদে জড়িত একটি দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক পদক্ষেপ নেই, অন্যদিকে সেই দেশই আন্তর্জাতিক নিয়ামক সংস্থার গুরুত্বপূর্ণ নেতৃত্বে আসীন – এই পরিস্থিতিকে কটাক্ষ করে তৃণমূল বলেছে, এটি কোনো সাধারণ পররাষ্ট্রনীতি ব্যর্থতা নয়, বরং এক ভয়াবহ “কূটনৈতিক বিপর্যয়” (diplomatic disaster)।

তৃণমূল কংগ্রেসের বক্তব্য অনুযায়ী, বিশ্বমঞ্চে ভারতের “বিশ্বগুরু” ভাবমূর্তিকে সামনে রেখে বিজেপি সরকার যে উচ্চাকাঙ্ক্ষার প্রচার করেছিল, তার সঙ্গে বর্তমান বাস্তবতার কোনো মিল নেই। বরং পহেলগাঁওয়ের মতো জঘন্য হামলার পরেও ভারত কোনো আন্তর্জাতিক সমর্থন বা নিন্দা অর্জনে ব্যর্থ হওয়ায় দেশ এখন এক নিঃসঙ্গ অবস্থানে পৌঁছেছে।

এই প্রেক্ষাপটে তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় সরকারের কাছ থেকে কয়েকটি প্রশ্নের জবাব চেয়েছে:

১. কেন পাকিস্তানকে এত সুবিধা দেওয়া হচ্ছে আন্তর্জাতিক সংস্থাগুলির মাধ্যমে?

২. ভারতের কূটনৈতিক উদ্যোগ কোথায় ব্যর্থ হলো?

৩. এতবড় সন্ত্রাসবাদী হামলার পরেও কেন আন্তর্জাতিকভাবে পাকিস্তানকে বিচ্ছিন্ন করতে পারল না ভারত?

তৃণমূলের মতে দেশের স্বার্থেই এই বিষয়ে স্বচ্ছ ও কার্যকরী পররাষ্ট্রনীতির পুনর্মূল্যায়ন করা অত্যাবশ্যক।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen