পানীয় জল পৌঁছে দিতে ব্যর্থ মোদী সরকার, ডাহা ফেল ‘হর ঘর জল’?

হিন্দুর প্রতিবেদন অনুযায়ী, গ্রামীণ এলাকায় প্রতি চারটি বাড়ির মধ্যে তিনটি বাড়িতে ২০২৪ সালের মধ্যে পানীয় জল পৌঁছতে পারে।

July 3, 2023 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দেশের প্রতিটি বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে হর ঘর জল প্রকল্প চালু করেছিল মোদী সরকার। লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল, ২০২৪ সালের মধ্যেই বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া হবে। কিন্তু খোদ মোদী সরকার বলছে, লক্ষ্যপূরণ সম্ভব নয়। মোদী সরকারের রিপোর্ট বলছে, সর্বাধিক শক্তি নিয়ে কাজ করলেও ২০২৪ সালের মধ্যে ৭৫ শতাংশ বাড়িতে বিশুদ্ধ জল পৌঁছতে পারে, এর বেশি নয়। হিন্দুর প্রতিবেদন অনুযায়ী, গ্রামীণ এলাকায় প্রতি চারটি বাড়ির মধ্যে তিনটি বাড়িতে ২০২৪ সালের মধ্যে পানীয় জল পৌঁছতে পারে। গোটা দেশের গ্রামীণ এলাকার প্রায় পাঁচ শতাংশ বাড়িতে, পানীয় জল পৌঁছনোর কোনরকম কাজই আরম্ভ হয়নি।

উল্লেখ্য, ২০১৯ সালের ১৫ আগস্ট হর ঘর জল প্রকল্পের সূচনা করেন মোদী। সেই সময় দেশের গ্রামীণ এলাকার, মাত্র ১৬.৬ শতাংশ (৩.২৩ কোটি বাড়িতে) বাড়িতে পানীয় জলের ব্যবস্থা ছিল।২০২৩ সালের জুলাইয়ে সংখ্যাটা পৌঁছেছে প্রায় ৬৪ শতাংশে, অর্থাৎ দেশের গ্রামাঞ্চলে ১২.৪৫ কোটি বাড়িতে পানীয় জল পৌঁছেছে। হিন্দুর প্রতিবেদনে দাবি করা হচ্ছে, ২০২৪ সালের মার্চের মধ্যে ৭০ শতাংশ বাড়িতে পানীয় জল পৌঁছতে পারে। ওই বছর ডিসেম্বর নাগাদ তা ৮০% ছুঁতে পারে। আরও একটি পরিসংখ্যান সামনে আসছে, ১,৬৮,১৫০ টি গ্রামে পানীয় জল পৌঁছলেও ৫৮,৫৬২ টি গ্রামে কেবল সার্টিফায়েড পানীয় জলের সরবরাহ রয়েছে। গত প্রায় সাড়ে তেরো হাজার গ্রামে জল পৌঁছলেও, পুরোপুরি জল সংযোগ রয়েছে ৬২ শতাংশ ক্ষেত্রে। ২০২২ সালে গোয়াকে দেশের প্রথম হর ঘর জল গ্রাম হিসেবে ঘোষণা করে মোদী সরকার। দাবি করা হয়, গোয়ার আড়াই লক্ষ বাড়িতে জল পৌঁছেছে। কিন্তু জল নিয়ে গোয়াবাসীর অভিযোগের শেষ নেই। অনেকেই বলেন, পর্যাপ্ত জল আসে না। পাইপ লাইনে সমস্যার অভিযোগও আসে। দক্ষিণ গোয়ায় এখনও জলাভাব রয়েছে।

হর ঘর জল প্রকল্পের আওতায়, মোট ১৯.৫ কোটি পরিবারকে যুক্ত করার লক্ষ্যমাত্রা রয়েছে। ১ কোটি বা ৫ শতাংশ পরিবারে এখনও কোনও প্রকার কাজ শুরুই হয়নি। যেখানে কাজ হয়েছে, সেই জায়গাগুলিকে নিয়ে অভিযোগের শেষ নেই। জলের চাহিদা মিটছে না কোনওভাবেই।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen