অর্থনীতির নিয়ন্ত্রণ হারিয়েছে মোদী সরকার? দাবি রাজ্যসভার সাংসদ ও RTI কর্মীর

এই মূল্যস্ফীতির বেশিরভাগই খাদ্যের দাম বৃদ্ধির কারণে, এমনই হিসেবে দেখিয়ে টুইট করেছেন RTI কর্মী সাকেত গোখলে।

August 17, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২০২৩-এর জুলাই মাসে মূল্যস্ফীতি (CPI) দাঁড়িয়েছে ১১.৫১ শতাংশে, যা জুন মাসে ছিল ৪.৫৫%। এটি প্রায় ৭% অর্থাৎ মাত্র ১ মাসের মধ্যে তিনগুণ বৃদ্ধি। আর এই মূল্যস্ফীতির বেশিরভাগই খাদ্যের দাম বৃদ্ধির কারণে, এমনই হিসেবে দেখিয়ে টুইট করেছেন RTI কর্মী সাকেত গোখলে।

রাজ্যসভার সাংসদ ও RTI কর্মী সাকেতের দাবি, প্রচুর পরিমানে GST এবং অন্যান্য কর দেওয়ার পরেও, লোকেরা এখনও খাদ্যের মতো মৌলিক কিছুর জন্য বিপুল খরচ করতে বাধ্য হচ্ছে। যেখানে বিজেপি সারাদেশে ঘৃণা ছড়ানোয় ব্যস্ত এবং প্রধানমন্ত্রী মোদী নির্বাচনের প্রচারে ব্যস্ত, সত্য হল মূল্যস্ফীতি এবং মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সাকেতের টুইটে লিখেছেন, স্বঘোষিত “বিশ্বগুরু” চান যে দেশ তাঁর ফটো-অপসে ফোকাস করুক যখন লোকেরা ক্ষুধার্ত এবং মৌলিক প্রয়োজনীয়তার জন্য অর্থ প্রদানের জন্য সংগ্রাম করে চলেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen