জিএসটির বকেয়া টাকা দিচ্ছে না কেন্দ্র, ফের অভিযোগ মুখ্যমন্ত্রীর

পেট্রোপণ্য-জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রুখতে কেন্দ্রীয় সরকার কোনও পদক্ষেপ করছে না বলে অভিযোগ করলেন তিনি।

April 7, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

জিএসটির বকেয়া টাকা দিচ্ছে না কেন্দ্র । ফের অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর অভিযোগ, জিএসটি আদায় করা হচ্ছে, তবে সেখান থেকে রাজ্যের পুরো ভাগ দেওয়া হচ্ছে না। রাজ্য থেকে টাকা তুলে নেয়, কিন্তু টাকা দেয় না। তাতে বড় বড় নাম দেয় কেন্দ্রীয় সরকার।’ করোনা পরবর্তী সময় এই টাকা দ্রুত মিটিয়ে দেওয়ার দাবিও তুলেছেন তিনি ।

২০১৭ সালের ১ জুলাই থেকে দেশে পণ্য ও পরিষেবা কর (জিএসটি) চালু হয়। তখন বলা হয়েছিল, এর ফলে রাজ্যগুলির রাজস্ব কমবে। যদি রাজস্ব ১৪ শতাংশের বেশি কমে তাহলে ২০২২ সাল পর্যন্ত ক্ষতিপূরণ দেবে সরকার। এরপর বেশির ভাগ রাজ্যই অভিযোগ করে, তারা যথেষ্ট ক্ষতিপূরণ পাচ্ছে না। যাও বা পাচ্ছে, তা কেন্দ্রীয় সরকার সময়মতো দিচ্ছে না। এর ফলে রাজ্যগুলির রাজস্ব ক্ষতি হচ্ছে কয়েক হাজার কোটি টাকা।

মমতা বলেন, “জিএসটি-র ক্ষতিপূরণ একটা বড় ইস্যু। সংসদে পাশ হওয়া আইন অনুযায়ী রাজ্যগুলিকে ক্ষতিপূরণ দিতে হবে। কিন্তু, কেন্দ্রীয় সরকার তা দিচ্ছে না। রাজ্যগুলির প্রাপ্য বকেয়া থেকে যাচ্ছে। তাদের অর্থনীতির ক্ষতি হচ্ছে।” এদিনের বৈঠক থেকে মূল্যবৃদ্ধি ইস্যুতে ফের কেন্দ্রকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পেট্রোপণ্য-জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রুখতে কেন্দ্রীয় সরকার কোনও পদক্ষেপ করছে না বলে অভিযোগ করলেন তিনি। তাঁর মতে, উত্তরপ্রদেশ সহ ৫ রাজ্যে ভোটের রিটার্ন গিফট হিসেবে জিনিসপত্রের দাম বাড়াচ্ছে মোদী সরকার।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen