বাংলার দুগ্গাপুজোয় মোদীর রেলের জুলুম! বাড়তি টাকার দাবি পুজো কমিটিগুলোর কাছে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:৪০: মোদী সরকারের রেলের আচরণের জেরে বিপাকে পড়েছে খড়গপুরের রেল এলাকার ৪৫টি পুজো কমিটি। অভিযোগ, পুজো কমিটিগুলির কাছ থেকে বাড়তি টাকা দাবি করছে রেল। কেন বাড়তি টাকা চাইছে রেল?
পুজো উদ্যোক্তাদের দাবি, গত বছর পর্যন্ত খড়গপুরের রেল এলাকায় দুর্গাপুজো কমিটিগুলির কাছ থেকে কেবল জায়গা বাবদ টাকা আদায় করত রেল। পুজো আয়োজকদের অভিযোগ, এবারে কেবল জায়গার নয়, পুজো উপলক্ষে বসানো তোরণ থেকে আলোকসজ্জার জায়গা, মেলা ও অস্থায়ী বাইক ও সাইকেল স্ট্যান্ড তৈরি করার জায়গার উপরও নতুন করে রেল চার্জ বসাচ্ছে। ফলে এবার থেকে মণ্ডপের জায়গা ছাড়াও অন্যান্য জায়গা ব্যবহারের জন্য অতিরিক্ত টাকা গুনতে হবে পুজোকমিটিগুলিকে।
পুজো উদ্যোক্তাদের আরও অভিযোগ, বিভিন্ন বিধিনিষেধের আড়ালে দরকার না-হলেও বেশি পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে। একপ্রকার জোর করেই মুচলেকায় সই করানোর জন্য রেল কর্তৃপক্ষ চাপ সৃষ্টি করছে। খড়গপুর রেল ডিভিশনের এহেন আচরণে বিপাকে পড়েছে রেলশহর খড়গপুরের রেল এলাকার ৪৫টি পুজো কমিটির কর্তারা। রেলের এই আচরণে রীতিমতো ক্ষুব্ধ পুজো আয়োজকেরা।