‘মোদির কাছে হোয়াটসঅ্যাপ বন্ধের খবর রয়েছে, অনাহারে মৃত্যুর খবর নেই’, দাসপুরে অভিষেক
বলাই বাহুল্য, বাকযুদ্ধে কিছুটা এগিয়ে গেল তৃণমূল।

চড়ছে নির্বাচনের পারদ। শাসক বিরোধী সব পক্ষই প্রচারে ব্যস্ত। আজ খড়্গপুরে(Kharagpur) একটি নির্বাচনী সভা করতে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi)। প্রত্যাশা মতই মঞ্চ থেকে আক্রমণ শানান তৃণমূলের(TMC) বিরুদ্ধে। বলেন, গতকাল রাতে ৫০ মিনিটের জন্য হোয়াটসঅ্যাপ(Whatsapp) বন্ধ হয়ে যাওয়ার পর মানুষ অস্থির হয়ে গেছিলেন। সেইরকমই বাংলার মানুষ ৫০-৫৫ বছরের অপশাসনের বিরুদ্ধে পরিবর্তনের জন্য অস্থির হয়ে গেছে।
এবার মোদির এই মন্তব্যের জবাব দিলেন তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। দাসপুরে একটি জনসভায় অভিষেক বলেন, ডবল ইঞ্জিন সরকার মানে বিজেপির আরও চুরি। বিজেপির সভায় লোক হচ্ছে না। মোদির কাছে হোয়াটসঅ্যাপ বন্ধ থাকার খবর। অনাহারে মৃত্যুর খবর রাখেন না মোদি। দলিত মেয়ের মৃত্যুর খবর রাখেন না মোদি। ফেসবুক-হোয়াটসঅ্যাপ রয়েছে বিজেপির।
বলাই বাহুল্য, বাকযুদ্ধে কিছুটা এগিয়ে গেল তৃণমূল।