আজ বাংলায় মোদী, উত্তরের গড় রক্ষাই কি ‘টার্গেট’?

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ১০:০০: আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী মোদী। আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ড কর্মসূচি রয়েছে তাঁর।
মোদীর এহেন ‘হঠাৎ সফর’ ঘিরে উত্তরবঙ্গ বিজেপিতে তুঙ্গে উন্মাদনা। উত্তরের দুই জেলার জন্য যে প্রকল্পের শিলান্যাস করতে চলেছেন মোদী, ২০২৬ সালের নির্বাচনে তাকে প্রচারের অস্ত্র করার পরিকল্পনা নিয়েছে বিজেপি নেতৃত্ব।
বৃহস্পতিবার সকালে বাগডোগরায় নামবেন মোদী। সেখান থেকে হেলিকপ্টারে যাবেন সিকিমে। দুপুর ২টো নাগাদ তাঁর আলিপুরদুয়ারে পৌঁছোনোর কথা। প্রথমে প্যারেড গ্রাউন্ডে প্রশাসনিক মঞ্চে যাবেন তিনি। সেই মঞ্চ থেকে আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার জন্য ‘নগর গ্যাস সরবরাহ’ প্রকল্পের শিলান্যাস করবেন তিনি। জানা যাচ্ছে, ওই প্রকল্পের মূল্য প্রায় ১০১০ কোটি টাকা। দুই জেলায় আড়াই লক্ষ পরিবারকে পাইপলাইনের মাধ্যমে রান্নার গ্যাস সরবরাহ করা হবে। বাণিজ্যিক প্রতিষ্ঠানেও পাইপলাইনে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করার বন্দোবস্ত হবে। ১৯টি সিএনজি স্টেশনও তৈরি হবে এই প্রকল্পের আওতায়।
৩টে নাগাদ জনসভার মঞ্চে পৌঁছবেন মোদী। মোদী কী বলবেন গোটা রাজ্যের বিজেপি কর্মীরা সে দিকে তাকিয়ে। আলিপুরদুয়ার ছাড়াও জলপাইগুড়ি, কোচবিহার, শিলিগুড়ি এবং দার্জিলিং সাংগঠনিক জেলা থেকে বিজেপি কর্মী-সমর্থকদের মোদীর সভায় নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। দুই দিনাজপুর ও মালদহ থেকেও বেশ কিছু বিজেপি কর্মী-সমর্থক আলিপুরদুয়ারে পৌঁছবেন। ‘অপারেশন সিঁদুর’ নিয়ে বলার পাশাপাশি উত্তরবঙ্গের বিষয়ে প্রধানমন্ত্রী কোনও বার্তা দেন কি না, সেদিকে তাকিয়ে গোটা রাজ্য।
উত্তরের মাটিতে ক্রমশ জমি হারাচ্ছে বিজেপি। ধূপগুড়ি উপ নির্বাচনে পরাজয়, লোকসভা ভোটে কোচবিহার হাতছাড়া হওয়া, মাদারিহাট উপ ভোটে হার; লাগাতার ধাক্কা খাচ্ছে বিজেপি। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা জন বার্লাও তৃণমূল যোগ দিয়েছেন। ফলে যে উত্তরবঙ্গ বিজেপির শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত ছিল সেখানেই বিজেপির শক্তি ধীরে ধীরে ফিকে হচ্ছে। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তাই ভোটের আগে গড় রক্ষার মরিয়া চেষ্টাই কি মোদীকে আলিপুরদুয়ারে ডেকে আনল?
মোদী সিকিমে যেতে পারছেন না। বৃহস্পতিবার সকালে নির্ধারিত সূচি অনুযায়ী উত্তরবঙ্গে চলে এসেছেন প্রধানমন্ত্রী। হেলিকপ্টারে তাঁর সিকিমে যাওয়ার কথা থাকলেও সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর; খারাপ আবহাওয়ার কারণে সিকিম সফর বাতিল করতে হয়েছে। আপাতত উত্তরবঙ্গেই রয়েছেন প্রধানমন্ত্রী। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সিকিমের কর্মসূচিতে উপস্থিত থাকবেন তিনি।