Maldives-র স্বাধীনতা দিবসে অতিথি মোদী, নয়া দিল্লি-মালের সম্পর্কের সমীকরণ কোন পথে?

রাষ্ট্রপতি মহাম্মদ মুইজ্জুর আমন্ত্রণে প্রধানমন্ত্রী মোদী ২৫ থেকে ২৬ জুলাই মালদ্বীপে থাকবেন।

July 25, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:৫০: ব্রিটেনের পর নরেন্দ্র মোদী মালদ্বীপ গিয়েছেন। রাষ্ট্রপতি মহাম্মদ মুইজ্জুর আমন্ত্রণে প্রধানমন্ত্রী মোদী ২৫ থেকে ২৬ জুলাই মালদ্বীপে থাকবেন। আজ, শুক্রবার মালদ্বীপের ৬০তম স্বাধীনতা দিবস উদযাপনে ‘গেস্ট অফ অনার’ হিসেবে অংশগ্রহণ করবেন মোদী।
২০২৩ সালে মুইজ্জুর নির্বাচনের পর এই প্রথম ভারত ও মালদ্বীপের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক হবে এই সফরে। মুইজ্জুর শাসনামলে মালদ্বীপের পররাষ্ট্রনীতিতে বহু পরিবর্তন এসেছে, ভারত-মালদ্বীপ সম্পর্কের ওপরেও তার প্রভাব পড়েছে।

জানা যাচ্ছে, কৌশলগত সহযোগিতা, অর্থনৈতিক অংশীদারিত্ব এবং সামুদ্রিক নিরাপত্তা নিয়ে প্রধানমন্ত্রী মোদী ও রাষ্ট্রপতি মুইজ্জুর মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা হতে চলেছে।
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি জানিয়েছেন, “রাষ্ট্রপতি মুইজ্জুর শাসনামলে এই প্রথমবার কোনও সরকারপ্রধান মালদ্বীপে রাষ্ট্রীয় সফরে এলেন।” ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই সফরে মোদী রাষ্ট্রপতি মুইজ্জুর সঙ্গে বিস্তারিত আলোচনা করবেন। মালদ্বীপে ভারতের সহায়তায় তৈরি একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন।
মালদ্বীপে নিযুক্ত ভারতের হাই কমিশনার জি বালাসুব্রহ্মণ্যম জানিয়েছেন, এই সফরে ভারত ও মালদ্বীপের মধ্যে একাধিক মউ (MoUs) স্বাক্ষরিত হবে।

কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, রাষ্ট্রপতি মুইজ্জু ক্ষমতায় আসার পর ভারত-মালদ্বীপ সম্পর্কে বেশ টানাপড়েন দেখা দেয়। তিনি চীনপন্থী। এই পরিস্থিতিতে মোদীর সফর দুই দেশের সম্পর্কে নতুন কোনও বাঁক-বদল আনে কি-না, সেদিকেই নজর থাকবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen