গোটা বিশ্বে এক নম্বর ট্রেন্ডিং হ্যাশট্যাগ ‘মোদী রোজগার দাও’

গত বছর ১৭ ই সেপ্টেম্বর নরেন্দ্র মোদীর জন্মদিনেও এভাবে টুইটার ব্যবহাকারীরা প্রধানমন্ত্রীকে মনে করিয়েছিলেন দেশের বর্ধিষ্ণু বেকারত্বের কথা। সেদিন ‘জাতীয় বেকারত্ব দিবস’ বলে হ্যাশট্যাগটি ট্রেন্ড করেছিল। আজও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো।

February 25, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

দেশের ছাত্র এবং বিরোধী দলগুলির দৌলতে গোটা পৃথিবীতে এক নম্বরে ট্রেন্ড করল ‘মোদী রোজগার দাও’ (modi job do) এই হ্যাশট্যাগটি।

দেশে বেকারত্বের (Unemployment) হার বৃদ্ধি, নিয়োগে জালিয়াতি, বিলম্ব, চাকরির পরীক্ষা না হওয়া এই সমস্যা তুলে ধরতেই টুইটারে ছাত্রসমাজ এবং বিরোধী দলগুলি এই হ্যাশট্যাগ দিয়ে ৫০ লক্ষ টুইট করল বৃহস্পতিবার। হ্যাশট্যাগটি আসলে হিন্দিতে লেখা ‘মোদী রোজগার দো’। এছাড়াও মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে করা ‘মামা রোজগার দো’ হ্যাশট্যাগটিও এদিন ট্রেন্ডে ছিল।

বিগত ৪৫ বছরের মধ্যে দেশে বেকারত্বের হার সবচেয়ে বেশি। করোনাকালেও চাকরি হারিয়েছেন বহু মানুষ। বেসরকারি কোম্পানিগুলিও তাদের কর্মচারীর সংখ্যা কমাতে তৎপর। ভয়ঙ্কর সংকটের মুখে যুব সমাজ। এমতাবস্থায় সামাজিক মাধ্যমেই প্রকাশ পেল তাদের প্রতিবাদ। যে টুইটারকে হাতিয়ার বানিয়েছে বিজেপির আইটি সেল, যে টুইটারে ভুল তথ্যেও ঝড় তুলে দেয় তারা, আজ সেই টুইটারই বুমেরাং হয়ে ফিরে এলো তাদেরই দিকে।

গত এক বছরে কাজ হারিয়েছেন প্রায় সাড়ে তিন কোটি মানুষ। গোটা দেশে প্রায় সাড়ে চার কোটি মানুষের আজ কোন কাজ নেই।

গত বছর ১৭ ই সেপ্টেম্বর নরেন্দ্র মোদীর (Narendra Modi) জন্মদিনেও এভাবে টুইটার ব্যবহাকারীরা প্রধানমন্ত্রীকে মনে করিয়েছিলেন দেশের বর্ধিষ্ণু বেকারত্বের কথা। সেদিন ‘জাতীয় বেকারত্ব দিবস’ বলে হ্যাশট্যাগটি ট্রেন্ড করেছিল। আজও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen