ম্যারাথন বঙ্গ সফরে মোদী, পিছিয়ে নেই শাহও! বাংলার বাতাসে ভোটের গন্ধে ডেলিপ্যাসেঞ্জারি শুরু?

August 24, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০.৪৫: শেষ আড়াই মাসে বাংলার তিন প্রান্তে তিনটি জনসভা করলেন মোদী। বাংলায় এখন পুজোর মরশুম কিন্তু মোদী, অমিত শাহ কিন্তু বসে নেই। বছর ঘুরলেই ভোট। তাই ম্যারাথন বঙ্গ সফরের পরিকল্পনা নিয়েছেন মোদী-শাহ জুটি।
বাংলায় বিজেপির ১০টি সাংগঠনিক বিভাগ রয়েছে। বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক ও রাজ্য নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে, ২০২৫ সাল শেষ হওয়ার আগেই প্রতিটি বিভাগে একটি করে জনসভা করবেন মোদী। শিলিগুড়ি বিভাগের আলিপুরদুয়ারে, বর্ধমান বিভাগের দুর্গাপুরে এবং কলকাতা বিভাগের দমদমে সেই জনসভা হয়ে গিয়েছে। এখনও সাতটি বিভাগে সাতটি জনসভা বাকি। সূত্রের খবর, একটি বিভাগে সভা পুজোর আগেই হয়তো হবে। বাকি ছ’টি বিভাগে সভা হবে পুজোর পর। চলতি বছরে ফি মাসে দু’বার করে বাংলায় আসতে পারেন মোদী।

শোনা যাচ্ছে, মোদীর পরবর্তী জনসভা হবে নবদ্বীপ বিভাগে। সব ঠিক থাকলে ২০ সেপ্টেম্বর বাংলায় সেই জনসভা হতে চলেছে। নবদ্বীপ বিভাগের অধীনে পাঁচটি লোকসভা রয়েছে রানাঘাট, কৃষ্ণনগর, বহরমপুর, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ। সম্ভবত রানাঘাটের সভা করবেন মোদী। ২২ সেপ্টেম্বর কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শহরে জোড়া পুজোর উদ্বোধন করবেন তিনি।

ভোট এলেই মোদী, শাহদের আনাগোনা বেড়ে যায়। আক্রমণ শানাতে ছাড়েন না তৃণমূল নেতারা। বাংলা বঞ্চনার ইস্যুতেই তোপ দাগেন। রীতিমতো সাংবাদিক সম্মেলন করে পাল্টা জবাব দেওয়া হয় তৃণমূলের তরফে। দমদমের সভার দিনেও ব্যতিক্রম হয়নি। মোদী আসার আগে ও পরে সমাজ মাধ্যমে বিজেপিকে আক্রমণ শানাতে ত্রুটি রাখেনি বাংলার শাসক দল। বার বার বিজেপির শীর্ষ নেতাদের ভোটের পরিযায়ী পাখি বলে কটাক্ষ করে তৃণমূল। ডেলিপ্যাসেঞ্জারি বলেও খোঁচা দেওয়া হয়। তবে কি পুজোর সঙ্গে সঙ্গে বঙ্গে ভোটের ঢাকেও কাঠি পড়ল?

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen