একই দিনে রাষ্ট্রপতি ভবনে মোদী, শাহ! রাজধানীতে তুঙ্গে জল্পনা
‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) নিয়ে শেষ পর্যন্ত আলোচনা হলেও SIR নিয়ে আলোচনা করতে রাজি নয় কেন্দ্র সরকার।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২.০৫: আগামী ৯ সেপ্টেম্বর ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচন। গত ২১ জুলাই বাদল অধিবেশনের (Monsoon Session 2025) প্রথম দিন রাতেই আচমকা ইস্তফা দেন প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় (Jagdeep Dhankar)। তারপর থেকেই উপরাষ্ট্রপতি পদে সম্ভাব্য প্রার্থী নিয়ে রাজনৈতিক মহলে নানা গুঞ্জন চলছিল। এই আবহে রবিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে পরপর বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। একই দিনে দুই ‘হাই প্রোফাইল’ সাক্ষাৎ ঘিরে স্বাভাবিকভাবেই নানা মহলে চর্চা শুরু হয়েছে।
রবিবার প্রথমে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী মোদী রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। পরে পৃথকভাবে দেখা করেন অমিত শাহও। যদিও এই দুই বৈঠক ঘিরে সরকারিভাবে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি, রাষ্ট্রপতি ভবনের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দুটি ছবিই পোস্ট করা হয় নিছক সৌজন্য সাক্ষাৎ হিসেবে।
X পোস্টে লেখা হয়, “প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপতি ভবনে (Rashtrapati Bhavan) রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Droupadi Murmu) সঙ্গে সাক্ষাৎ করলেন।”
শাহ-মুর্মুর ছবির ক্যাপশানে লেখা হয়, “কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথে সাক্ষাৎ করলেন।”
বাদল অধিবেশনের প্রথম সপ্তাহ কার্যত অচল ছিল সংসদ। ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) নিয়ে শেষ পর্যন্ত আলোচনা হলেও SIR নিয়ে আলোচনা করতে রাজি নয় কেন্দ্র সরকার। আর তার জেরেই বারবার মুলতুবি হচ্ছে লোকসভা, রাজ্যসভা। এমত অবস্থায় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ রাজনৈতিক মহলে নতুন প্রশ্ন তুলেছে।