বাংলার পাওনা মেটাক মোদী-শাহের ট্যুরিস্ট গ্যাংঃ তৃণমূল

কোনও দুর্যোগে আর্থিক সাহায্য দেওয়া দুরস্ত, এমনকি কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের টাকাও দেওয়া হচ্ছে না রাজ্যকে।

December 1, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

কেন্দ্রের শাসক দলের প্রতিটি জনবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ করার ফলস্বরূপ সার্বিকভাবে ২০১৪ সাল থেকে বঞ্চিত বাংলা। এমন দাবী বহুদিন ধরে করে আসছে বাংলার শাসক দল তৃণমূল (Trinamool Congress)। বেশ অনেক বছর ধরে বাংলাকে আর্থিকভাবেও বঞ্চনা করা হচ্ছে, অভিযোগ তাদের। কোনও দুর্যোগে আর্থিক সাহায্য দেওয়া দুরস্ত, এমনকি কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের টাকাও দেওয়া হচ্ছে না রাজ্যকে।

আজ তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brien) একটি ট্যুইট করে বলেন, “মিত্রো, মোদী-শাহের (Modi Shah) ট্যুরিস্ট গ্যাং বাংলায় ঘুরে বেড়াচ্ছে, ওদের উচিত আগে বাংলার পাওনা মিটিয়ে দেওয়া। কয়েকটি সঠিক পরিসংখ্যান দেওয়া হল।”

তিনি তাঁর ট্যুইটে একটি তালিকা দেন যেখানে দাবি করা হয়েছে, গত ২৫শে নভেম্বর পর্যন্ত কেন্দ্রের কাছ থেকে মোট ৮৫,৭২০ কোটি টাকা পাওনা বাকি বাংলার। কোনও অনুদান বা, ভিক্ষা না, রাজ্যের প্রাপ্যই আটকে রেখেছে কেন্দ্র।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen