মোদীর সঙ্গে ফোনে আলোচনা ম্যাক্রোঁর, ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানে জোর

মাত্র ১৫ দিনের ব্যবধানে এটি দ্বিতীয়বার মোদী-ম্যাক্রোঁ ফোনালাপ। গত ২১ আগস্টও দুই নেতা পশ্চিম এশিয়ার সংঘাত ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করেছিলেন

September 6, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:০০: রুশ-ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ অবসান কীভাবে সম্ভব- এই প্রশ্নকে কেন্দ্র করে শনিবার ফোনে দীর্ঘ আলোচনা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি, আন্তর্জাতিক কূটনীতি এবং ইউক্রেন সংকট নিয়ে দুই রাষ্ট্রনেতার মধ্যে মতবিনিময় হয়।

প্রধানমন্ত্রী মোদী এক্স হ্যান্ডেলে লেখেন, “প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সঙ্গে খুব ভালো আলোচনা হয়েছে। আমরা বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে বিস্তারিত কথা বলেছি এবং ইতিবাচক পথে এগিয়ে যাওয়ার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি।” তিনি আরও জানান, আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি, বিশেষ করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান নিয়েও আলোচনা হয়েছে।

এই ফোনালাপ এমন সময়েই ঘটল, যখন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ প্রকাশ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন। পুতিনকে “দানব” ও “নিষ্ঠুর শিকারী” বলে অভিহিত করে তিনি ইউরোপকে সতর্ক থাকার বার্তা দিয়েছেন।

উল্লেখ্য, মাত্র ১৫ দিনের ব্যবধানে এটি দ্বিতীয়বার মোদী-ম্যাক্রোঁ ফোনালাপ। গত ২১ আগস্টও দুই নেতা পশ্চিম এশিয়ার সংঘাত ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করেছিলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen