ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে বঙ্গ সফরে মোদী! আরামবাগে সভার প্রস্তুতিতে তৎপর বিজেপি

November 22, 2025 | 2 min read
Published by: Raj

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯.৪০: ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে শেষ মুহূর্তে ঘর গুছিয়ে নিতে প্রস্তুতি শুরু করে দিয়েছে বঙ্গ বিজেপি (Bengal BJP)। শুক্রবার রাজ্য নেতৃত্বের বৈঠকের পরই জানা গিয়েছিল, ডিসেম্বর থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi), স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ (Amit Shah) কেন্দ্রীয় শীর্ষনেতারা একাধিকবার বাংলায় আসবেন প্রচারের উদ্দেশ্যে। এবার বিজেপি (BJP) সূত্রে খবর, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই প্রথম জনসভায় উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী।

সূত্রের দাবি, ১৩ বা ১৪ ডিসেম্বর বাংলায় আসতে পারেন মোদী। সম্ভাব্য সভাস্থল হিসেবে আরামবাগের (Arambagh) কথাই ভাবছে রাজ্য বিজেপি। ইতিমধ্যেই ওই জেলার স্থানীয় প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে অনুমতির আবেদনও পাঠানো হয়েছে। এখন প্রধানমন্ত্রীর দপ্তর (PMO) সবুজ সংকেত দিলে দিনক্ষণ চূড়ান্ত করা হবে।

১ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত চলছে সংসদের শীতকালীন অধিবেশন (Winter Session of Parliament)। এই সময়ের মধ্যেই প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সফর নিয়ে প্রথমে কিছু অনিশ্চয়তা তৈরি হলেও, বিজেপি নেতৃত্ব এখন সপ্তাহান্তের সময়টাকেই সম্ভাব্য জানাল হিসেবে দেখছে। ১৩ ও ১৪ ডিসেম্বর, শনিবার ও রবিবার হওয়ায় ওই দু’দিনেই মোদীর প্রথম সভার আয়োজন করতে আগ্রহী রাজ্য নেতৃত্ব।

ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে বাংলায় আসার সম্ভাবনা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহরও। বিজেপি (BJP) সূত্রের তথ্য মতে, ১৯ ডিসেম্বরের পর কলকাতায় তাঁর গুরুত্বপূর্ণ বৈঠকের সম্ভাবনা রয়েছে। সেখানেই নতুন রাজ্য কমিটি ঘোষণা হতে পারে এবং বিধানসভা ভোটের (WB Assembly elections) রণকৌশল নিয়ে শাহ পরামর্শ দিতে পারেন বলে জানা গিয়েছে।

আগামী বছরের বিধানসভা ভোটকে সামনে রেখেও এখনও নতুন রাজ্য কমিটি ঘোষণা করতে পারেনি বঙ্গ বিজেপি। রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের (shamik bhattacharyya) নেতৃত্বে আগামী মাসেই সেই কমিটি প্রকাশ পেতে পারে বলে সংগঠন সূত্রে ইঙ্গিত। সব মিলিয়ে ডিসেম্বর থেকেই মোদী-শাহর একাধিক সফর এবং জনসভা ঘিরে উত্তেজনা বাড়ছে গেরুয়া শিবিরে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen