রাশিয়ার থেকে খুব বেশি তেল কিনবেন না মোদী’, দীপাবলিতে নয়া দাবি নিয়ে হাজির ট্রাম্প

October 22, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৪৫: মোদী আর ট্রাম্পের সম্পর্ক কী কখনও মেঘ, কখনও বৃষ্টি! গত সপ্তাহে ট্রাম্প (Donald Trump) দাবি করেছিলেন, রাশিয়ার থেকে জ্বালানি তেল কেনার বিষয়ে প্রধানমন্ত্রী মোদীর (PM Narendra Modi) সঙ্গে তাঁর কথা হয়েছে। তিনি মস্কো থেকে তেল কিনবেন না বলে আশ্বস্ত করেছেন। ভারতের বিদেশমন্ত্রক সেই দাবি নস্যাৎ করে দেয়। ট্রাম্প কেবল নিজের দাবিতে অনড়ই থাকেন, কথার খেলাপে আরও শুল্ক চাপানোর হুঁশিয়ারিও দেন। অবশেষে মঙ্গলবার দীপাবলিতে মোদীকে ফোন করেন ট্রাম্প। শুভেচ্ছা বিনিময় করেন।

বাণিজ্য ও রাশিয়ার তেলের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, ‘আজই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আমার কথা হয়েছে। বছরের পর বছর ধরে উনি আমার ভালো বন্ধু। আমাদের মধ্যে অনেক বিষয়েই আলোচনা হয়েছে। তবে বেশির ভাগ আলোচনাই হয়েছে বাণিজ্য সংক্রান্ত। আমাদের সম্পর্ক খুব ভাল। মোদী বলেছেন, রাশিয়ার থেকে খুব বেশি তেল কিনবেন না। তিনিও আমার মতো রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান দেখতে চান।’

ডোনাল্ড ট্রাম্প যে ফোন করেছিলেন তা জানিয়েছেন ভারতের মোদীও। আজ, বুধবার সকালে এই বিষয়ে মোদী X হ্যান্ডেলে লেখেন, ‘সকল ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়াবে দুই দেশ। দীপাবলির শুভেচ্ছা জানানোর জন্য ধন্যবাদ। উৎসবের আলোয় গোটা বিশ্বের আশা যাতে আমরা দুই গণতান্ত্রিক দেশ জ্বালিয়ে রাখতে পারি সেই চেষ্টাই করে যেতে হবে।’

ট্রাম্প আর মোদীর যে কথা হয়েছে, তা সত্যি। রাশিয়ার থেকে তেলা কেনা নিয়ে কিছু কথা হয়েছে কিনা, সে প্রসঙ্গে বলেননি মোদী। ট্রাম্পের দাবি মতো যদি রাশিয়ার থেকে তেল কেনা ভারত কমাতে থাকে, তাহলে নয়া দিল্লি ও মস্কোর বন্ধুত্বের কী হবে?

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen