রোমের পর নেপালেও মমতাকে যেতে দিল না মোদীর সরকার

সব ঠিক থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় ১১ই ডিসেম্বর নেপালে যেতেন মুখ্যমন্ত্রী৷ তাঁর দফতর ইতিমধ্যে আমন্ত্রণ গ্রহণও করেছিল৷ এই অর্থে অনুমতি চেয়ে কেন্দ্রকে চিঠি করা হয়েছিল৷ সেই আবেদনে অনুমতি পেলেই আগামী ১১ ডিসেম্বর নেপাল যেতেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

December 10, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

চতুর্দশ নেপাল কংগ্রেসের কনভেনশনে আমন্ত্রণ পেয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর ঠাসা কর্মসূচির মাঝে নেপালের অনুষ্ঠানে বক্তব্য রাখার জন্য কাঠমান্ডু থেকে আমন্ত্রণ পেয়েছিলেন তিনি৷ সব ঠিক থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় ১১ই ডিসেম্বর নেপালে যেতেন মুখ্যমন্ত্রী৷ তাঁর দফতর ইতিমধ্যে আমন্ত্রণ গ্রহণও করেছিল৷ এই অর্থে অনুমতি চেয়ে কেন্দ্রকে চিঠি করা হয়েছিল৷ সেই আবেদনে অনুমতি পেলেই আগামী ১১ ডিসেম্বর নেপাল যেতেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

তারপরেই সফরের এক দিন আগে জানানো হল অনুমতি না মেলার কথা।

প্রসঙ্গত, অক্টোবরের ৬ এবং ৭ তারিখে রোমে এক কর্মসূচিতে আমন্ত্রণ ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। ইটালির একটি বেসরকারি সংগঠন ওই কর্মসূচির উদ্যোক্তা ছিল। তারা জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মের্কেল, পোপ এবং ইটালির শীর্ষ রাজনৈতিক নেতৃত্বকে আমন্ত্রণ জানিয়েছিল। তাঁদের সঙ্গেই আমন্ত্রণ জানানো হয়েছিল বাংলা মুখ্যমন্ত্রী মমতাকেও। মমতা সেই আমন্ত্রণ গ্রহণ করেছিলেন। সেই মতো তাঁর সফরসূচিও চূড়ান্ত করা হয়ে গিয়েছিল। ঠিক ছিল, ভবানীপুরের উপনির্বাচনের পর তিনি রোম সফরে যাবেন। সেই মতো প্রস্তুতিও নিচ্ছিলেন মমতা। তখনই আচমকা এক লাইনের চিঠি আসে বিদেশ সফরের অনুমতি নাকচ করে।

তার আগে চিন সফরে যাওয়ার ছাড়পত্র‌ও দেওয়া হয়নি কেন্দ্রের তরফে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen