সঞ্চার সাথী অ্যাপ নিয়ে কেন্দ্রের নির্দেশিকার উল্টো সুর মোদীর মন্ত্রীর গলায়

December 2, 2025 | < 1 min read
Published by: Raj

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪.৫৫: সঞ্চার সাথী (Sanchar Saathi App) অ্যাপ নিয়ে তুঙ্গে বিতর্ক। নজরদারির অভিযোগ উঠছে। এবার অন্য সুর শোনা গেল কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্দিয়ার (Jyotiraditya Scindia) গলায়। আজ, মঙ্গলবার তিনি জানিয়ে দিলেন, ফোনে সঞ্চার সাথী চালু করা বাধ্যতামূলক নয়। ব্যবহারকারী ইচ্ছে হলে এই অ্যাপটি ইনস্টল করবেন, না-চাইলে ডিলিটও করে দিতে পারেন।

কেন্দ্র নির্দেশ দিয়েছিল, ফোন প্রস্তুতকারক সংস্থাগুলিকে অ্যাপটি প্রি-ইনস্টল করতে হবে। এতেই বিতর্ক বাড়ে। প্রশ্ন ওঠে, তবে কি এই অ্যাপের মাধ্যমে দেশবাসীর কল, মেসেজ বা লোকেশন নজরে রাখবে সরকার? এবার জবাব দিলেন মন্ত্রী। দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, “ইচ্ছে হলে অ্যাক্টিভেট করতে পারেন। না চাইলে করবেন না। অ্যাপটি ডিলিটও করে দিতে পারেন। সম্পূর্ণটাই ঐচ্ছিক।” তিনি আরও জানান, সঞ্চার সাথীকে বাধ্যতামূলক করার কোনও সিদ্ধান্ত বা পরিকল্পনা নেই। শুধুমাত্র সাইবার প্রতারণা রুখতে একটি নিরাপদ টুল মানুষের কাছে পৌঁছে দেওয়াই এর উদ্দেশ্য।

সঞ্চার সাথী অ্যাপে মাথাচাড়া দিয়েছে পেগাসাস (Pegasus) বিতর্কের স্মৃতি। তখন উত্তাল হয়েছিল গোটা দেশ। মোদী সরকারের বিরুদ্ধে ব্যক্তিগত পরিসরে উঁকি দেওয়ার অভিযোগ উঠেছিল। এবারেও একই প্রশ্ন উঠতে থাকে। তাই কি তড়িঘড়ি পদক্ষেপে নামল কেন্দ্র?

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen