ওষুধের দোকানে টাঙাতে হবে মোদীর ছবি! কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বোর্ডের নির্দেশিকায় তুঙ্গে বিতর্ক

নিউজ ডেস্ক , দৃষ্টিভঙ্গি, ১০:১৩: একাধিক ওষুধে GST কমেছে! ১২ শতাংশ থেকে কমে ৫ শতাংশ হয়েছে। ক্রেতাদের এ খবর জানাতে দোকানে দোকানে পোস্টার, ব্যানার লাগানোর সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বোর্ড। পোস্টার, ব্যানার কেমন হবে, তার নমুনা দিয়েছে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বোর্ড। পোস্টারে রাখতে হবে মোদীর ছবি।
নির্দেশিকায় বলা হয়েছে, প্রতিটি পাইকারি এবং খুচরো ওষুধের এই পোস্টার, ব্যানার দোকানে টাঙিয়ে রাখতে। ব্যানারে লেখা রয়েছে, “কিছু ওষুধে জিএসটি ১২ থেকে কমে ৫ শতাংশ হয়েছে। ক্যানসারের ওষুধের জিএসটি এখন শূন্য। পাশাপাশি দাম কমেছে শুকনো খাবার, জিমের যন্ত্রপাতি, মেডিক্যাল ডিভাইস, চশমা, কন্ট্যাক্ট লেন্স, জুস, ফ্রুট পাল্পের।” লেখার পাশেই রাখতে হবে মোদীর পেল্লায় ছবি। পাইকারি এবং খুচরো মিলিয়ে রাজ্যে ১ লক্ষ দশ হাজার ওষুধ বিক্রয়কেন্দ্র রয়েছে। নির্দেশ অনুযায়ী, প্রতিটি আউটলেটে টানা ১০০ দিন ধরে মোদীর ছবি সহ কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বোর্ডের পোস্টার টাঙিয়ে রাখতে হবে।
ঘটনায় ক্ষুব্ধ বাংলায় চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের সংগঠন প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন। প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের সম্পাদকের কথায়, মোদী সরকার ওষুধে জিএসটি চাপিয়েছিল। প্রতিবাদ করে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চাপে পড়ে জিএসটি সামান্য কমিয়েছে কেন্দ্রীয় সরকার। এই কাজ করা তাদের কর্তব্যের মধ্যে পড়ে। তার জন্য পোস্টার টাঙিয়ে রাজনৈতিক প্রচার করা লজ্জাজনক। জিএসটি কমিয়ে এই ধরনের পোস্টার ছাপিয়ে প্রচার অত্যন্ত দৃষ্টিকটু। ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল সেলস রিপ্রেজেন্টেটিভস ইউনিয়নও প্রতিবাদে সরব হয়েছে। কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বোর্ডের সার্কুলারে কার্যত সরকারি টাকায় দলীয় প্রচারের নিদান দেওয়া হয়েছে বলেই মত তাঁদের।