মোদীর আত্মপ্রচারের বার্তা বিদেশিদের কাছে, শুরু হয়েছে বিতর্ক

কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের প্রেক্ষিতে জনগণের প্রতিক্রিয়া চাওয়া হচ্ছে। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

March 19, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
মোদীর আত্মপ্রচারের বার্তা বিদেশিদের কাছে, শুরু হয়েছে বিতর্ক

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মোদীর আত্মপ্রচারের বার্তা পাচ্ছেন বহু দেশবাসী। সেই বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) তরফে লেখা একটি চিঠি জুড়ে দেওয়া হয়েছে। সেখানে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের প্রেক্ষিতে জনগণের প্রতিক্রিয়া চাওয়া হচ্ছে। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বিষয়টিকে বেআইনি আখ্যা দিয়ে নির্বাচনী বিধিভঙ্গের (the Model Code of Conduct) অভিযোগও তোলা হয়েছে।

সোমবার বিষয়টি প্রকাশ্যে এনে কংগ্রেস সাংসদ শশী থারুর (Shashi Tharoor) এক্স হ্যান্ডেলে লেখেন, ‘এই মেসেজ কয়েক হাজার বিদেশি নাগরিকের ব্যক্তিগত নম্বরে এসেছে। এইধরনের ঘটনা একেবারেই শোভনীয় নয়। পাশাপাশি এটা গোপনীয়তার অধিকার লঙ্ঘনেরও শামিল।’ জানা গিয়েছে, এই একই বার্তা বেশকিছু বিদেশি নাগরিকও পেয়েছেন। এর মধ্যে আরব আমিরশাহি এবং পাকিস্তানেরও একাধিক নাগরিক রয়েছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen