Modi’s Taherpur Rally: প্রাকৃতিক দুর্যোগ নয়, ‘ছাব্বিশের পরাজয়’ আঁচ করেই পিছু হঠলেন মোদী? তোপ তৃণমূলের

December 20, 2025 | 3 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:১৫: কুয়াশার ঘন চাদরে ঢাকা আকাশ, নাকি ২০২৬-এর বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল-ঠিক কোন কারণে নদীয়ার তাহেরপুরে পা রাখলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? (Narendra Modi) শনিবার প্রধানমন্ত্রীর কপ্টার বিভ্রাট ও সভাস্থলে না পৌঁছনোকে কেন্দ্র করে এমনই বিস্ফোরক রাজনৈতিক তর্জায় উত্তাল রাজ্য রাজনীতি। প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রধানমন্ত্রী ভার্চুয়াল সভার পথ বেছে নিলেও, তৃণমূল কংগ্রেসের দাবি, বাংলার মাটিতে বিজেপির ভরাডুবি নিশ্চিত জেনেই পিছু হঠলেন মোদী। একইসঙ্গে মৃত বিজেপি কর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর ‘নীরবতা’ নিয়ে তীব্র আক্রমণ শানিয়েছে ঘাসফুল শিবির।

এদিন কলকাতা বিমানবন্দরে শেষ পর্যন্ত ভার্চুয়াল মাধ্যমে বক্তৃতা রাখেন প্রধানমন্ত্রী। এনিয়ে তৃণমূলের প্রশ্ন, সরকারি জায়গায় বসে রাজনৈতিক বক্তব্য কি রাখা যায়?

কিন্তু প্রধানমন্ত্রীর না আসার খবর সভাস্থলে পৌঁছতেই শুরু হয় নজিরবিহীন বিশৃঙ্খলা। তাহেরপুরের নেতাজি পার্কে দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকা বিজেপি কর্মী-সমর্থকরা ধৈর্যের বাঁধ হারান। অভিযোগ, ক্ষিপ্ত জনতা ব্যারিকেড ভেঙে মঞ্চের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। এমনকি ভিভিআইপি প্রবেশের জন্য নির্ধারিত ফটকটিও ভেঙে ফেলার উপক্রম হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীকে রীতিমতো হিমশিম খেতে হয়।

এই দিনেই ঘটে যায় মর্মান্তিক ঘটনা। তাহেরপুর যাওয়ার পথে ট্রেনের ধাক্কায় তিন জন বিজেপি সমর্থকের মৃত্যু হয়েছে বলে খবর। আর এই মৃত্যুকে হাতিয়ার করেই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানবিকতার প্রশ্ন তুলেছে তৃণমূল। শাসকদলের অভিযোগ, মৃতরা বাঙালি বলেই কি প্রধানমন্ত্রী তাঁদের পরিবারের প্রতি ন্যূনতম সমবেদনা জানানোর প্রয়োজন মনে করলেন না?

শনিবার সাংবাদিক সম্মেলনে বিজেপি ও প্রধানমন্ত্রীকে তীব্র ভাষায় আক্রমণ শানাল তৃণমূল কংগ্রেস। এদিন সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, ব্রাত্য বসু এবং রাজ্যসভার সাংসদ তথা মতুয়া নেত্রী মমতাবালা ঠাকুর।

এদিন চন্দ্রিমা ভট্টাচার্য প্রধানমন্ত্রীর সভা বাতিল হওয়া নিয়ে কটাক্ষ করে বলেন, “একটা কথা আছে, বিধিবাম। ভগবানের কৃপাদৃষ্টি না থাকলে যতই চেষ্টা করা হোক, কিছু করা যায় না। আজ চৈতন্য মহাপ্রভুর মাটি তাঁকে স্পর্শ করতে দিল না।” তাঁর সংযোজন, প্রধানমন্ত্রী বিমানবন্দরে বসে একটি অডিও বার্তা দিয়েছেন ঠিকই, কিন্তু সেখানে বাংলা ভাষা তিনি রপ্ত করতে পারেননি, অথচ বাংলা দখলের মানসিকতা দেখাচ্ছেন।

তৃণমূল (TMC) নেতৃত্বের অভিযোগ, প্রধানমন্ত্রী মতুয়াদের মন জয় করতে এলেও, তাঁদের নাগরিকত্ব বা অধিকার নিয়ে কোনও স্পষ্ট বার্তা দেননি। এই প্রসঙ্গে মতুয়া মহাসংঘের নেত্রী মমতাবালা ঠাকুর (Mamata Thakur) বলেন, “সারা ভারত তথা বাংলার মতুয়া সমাজ অধীর আগ্রহে অপেক্ষা করছিল যে প্রধানমন্ত্রী সিএএ (CAA) বা নাগরিকত্ব নিয়ে বড় কোনও ঘোষণা করবেন। কিন্তু তিনি নিরাশ করেছেন।” মমতাবালা ঠাকুরের অভিযোগ, “এসআইআর (SIR)-এর নামে মতুয়া অধ্যুষিত এলাকাগুলোতে বেছে বেছে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হচ্ছে। যেখানে মুসলিম অধ্যুষিত এলাকায় নাম কাটার হার কম, সেখানে মতুয়াদের প্রায় ৯৫ শতাংশ নাম বাদ যাচ্ছে।” তিনি দাবি করেন, বিজেপি মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার নাম করে শুধুই রাজনীতি করছে, আদতে পাশে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ই।

এদিন সভায় আসার পথে ট্রেন দুর্ঘটনায় তিন বিজেপি সমর্থকের মৃত্যুতে শোক প্রকাশ করেন মন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। তবে এই ঘটনাতেও প্রধানমন্ত্রীর সংবেদনশীলতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। ব্রাত্য বসু বলেন, “তিনজন মানুষ মারা গেলেন, প্রধানমন্ত্রী তাঁদের পরিবারের উদ্দেশ্যে দুটো সমবেদনার কথা ভালো করে বলতে পারলেন না? অথচ আমাদের নেত্রীর নির্দেশে স্থানীয় নেতৃত্ব ইতিমধ্যেই মৃতদের বাড়িতে গিয়েছেন।” তিনি আরও বলেন, বিজেপি রাজ্যে বিশৃঙ্খলা ও ‘লণ্ডভণ্ড’ পরিস্থিতি তৈরি করতে চায়, যার প্রমাণ আজকের এই বেপরোয়া জমায়েত ও দুর্ঘটনা।

বাংলার বকেয়া টাকা ও ‘জঙ্গলরাজ’ ইস্যু নিয়েও এদিন সরব হয় তৃণমূল। চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) বলেন, “বাংলার ১ লক্ষ ৯৭ হাজার কোটি টাকা কেন্দ্র আটকে রেখেছে। বঞ্চনার শিকার হচ্ছে বাংলা।” অন্যদিকে, বিজেপির তোলা ‘জঙ্গলরাজ’-এর অভিযোগ উড়িয়ে ব্রাত্য বসু বলেন, “যাঁরা উত্তরপ্রদেশে সাংবাদিকদের কণ্ঠরোধ করেন, তাঁরাই এখানে জঙ্গলরাজের কথা বলছেন। বাংলায় গণতন্ত্র আছে বলেই আজ আপনারা প্রশ্ন করতে পারছেন।”

তৃণমূল নেতৃত্বের দাবি, বাংলা দখলের দিবাস্বপ্ন দেখছে বিজেপি। কিন্তু বাংলার সংস্কৃতি ও মানুষকে অপমান করে, মতুয়াদের ভুল বুঝিয়ে আর বঞ্চনা করে সেই স্বপ্ন কখনওই পূরণ হবে না। আগামী নির্বাচনে বাংলার মানুষ এর যোগ্য জবাব দেবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।

 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen