এশিয়া কাপে উপেক্ষিত, এবার ঘরোয়া মঞ্চে নিজেকে প্রমাণে বদ্ধপরিকর শামি

শামি স্পষ্ট জানিয়ে দিলেন, ক্রিকেট তাঁর রক্তে মিশে আছে, তাই আন্তর্জাতিক দলে সুযোগ না পেলেও তিনি খেলে যাবেন ঘরোয়া টুর্নামেন্টে গুলিতে।

August 28, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৪৩: এশিয়া কাপের দলে সুযোগ না পেয়ে এবার বড় মন্তব্য করে বসলেন ভারতীয় দলের তারকা পেসার মহম্মদ শামি। জাতীয় দলের নির্বাচকদের প্রতি তোপ দেগে তিনি জানান, অনেকেই নাকি চান তিনি অবসর নিয়ে নেন। কিন্তু শামি স্পষ্ট জানিয়ে দিলেন, ক্রিকেট তাঁর রক্তে মিশে আছে, তাই আন্তর্জাতিক দলে সুযোগ না পেলেও তিনি খেলে যাবেন ঘরোয়া টুর্নামেন্টে গুলিতে।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে শামি বলেন, “আমার একমাত্র স্বপ্ন দেশের হয়ে বিশ্বকাপ জেতা। ২০২৩-এ আমরা খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম ট্রফির। কিন্তু শেষমেশ ভাগ্য আমাদের সঙ্গ দেয়নি।” কথাগুলো বলতে বলতেই ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “আমাকে নিয়ে যদি কারও সমস্যা থাকে, সেটা আমার সামনে এসে বলা উচিত। মনে হয় আমি অবসর নিলেই কিছু মানুষের জীবন সহজ হয়ে যাবে। কিন্তু আমি নিজে নিজের খেলাটা উপভোগ করা বন্ধ না করা পর্যন্ত অবসর নিচ্ছি না।”

এশিয়া কাপে থেকে বাদ পড়লেও হাল ছাড়তে নারাজ শামি। জানিয়েছেন, আন্তর্জাতিক মঞ্চে না ডাক পেলেও তিনি ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলবেন। এজন্য তিনি গত কয়েক মাস ধরে কঠোর পরিশ্রম করছেন। ওজন কমানো থেকে শুরু করে দীর্ঘ সময় ধরে বল করার অনুশীলন, এমনকি ব্যাটিং ও ফিল্ডিংয়েও উন্নতির চেষ্টা চালাচ্ছেন। সাহসপুরে নিজের ফার্মহাউসে বিশেষ পিচ তৈরি করেছেন তিনি সেখানেই নেটে বোলিং করেছেন তিনি।

এবার তাঁর নজর দলীপ ট্রফি। এই টুর্নামেন্ট দিয়েই ঘরোয়া মরশুম শুরু হচ্ছে ভারতীয় ক্রিকেটের। বেঙ্গালুরুতে প্রথম ম্যাচে পূর্বাঞ্চলের হয়ে নামবেন শামি। প্রতিপক্ষ উত্তরাঞ্চল, যাদের দলে রয়েছেন ভারতের প্রতিভাবানতরুণ পেসার অর্শদীপ সিং ও হর্ষিত রানা দুজনেই এশিয়া কাপের স্কোয়াডে আছেন। স্বাভাবিকভাবেই নির্বাচকদের চোখ থাকবে তাঁদের পারফরম্যান্সের দিকে। তবে শামিও জানেন, এটাই তাঁর কাছে সেরা জায়গা ভারতীয় দলে ফেরার জন্য।

শামির ঘনিষ্ঠ মহল বলছে, অক্টোবরের ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকেই জাতীয় দলে ফিরতে চাইছেন তিনি। এরপর দক্ষিণ আফ্রিকা আর অস্ট্রেলিয়া সফর রয়েছে। ফলে দলীপ ট্রফির পারফরম্যান্স তাঁর জন্য বড় পরীক্ষা। একসময় চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্র কারিক ছিলেন তিনি। অথচ সেই পারফরম্যান্স সত্ত্বেও কেন তাঁকে বারবার উপেক্ষা করা হচ্ছে, তা নিয়েও উঠছে প্রশ্ন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen