কিউয়ি বধ করে দেশের মাটিতে নজির গড়লেন বাংলার পেসার মহম্মদ শামি

মাইলফলক ছুঁয়ে ফেললেন মহম্মদ শামি

January 22, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

বোলদের দাপটে সিরিজের দ্বিতীয় ম্যাচে এসেছে সহজ জয়। গতকাল কিউয়িদের বিরুদ্ধে সিরিজ পকেটে পুরেছে টিম ইন্ডিয়া। এদিনই নয়া মাইলফলক ছুঁয়ে ফেললেন মহম্মদ শামি। এদিন কিউয়ি ব্যাটিং লাইন-আপে ভাঙন ধরিয়েছেন শামি। শনিবার এই পেসার কিউয়িদের বিরুদ্ধে তিন তিনটি শিকার করেছেন। সঙ্গে সঙ্গেই ভারতের মাটিতে ওয়ান ডে ক্রিকেটে ৫০ উইকেট হয়ে গেল শামির।

গতকালের তিন উইকেটের পর একদিনের ক্রিকেটে, ভারতের মাটিতে ওয়ান ডে-তে ৫২ শিকার হয়ে গেল তার। ম্যাচ সেরার পুরস্কারও পেয়েছেন শামি। গতকাল গোল্ডেন ডাকে ফিন অ্যালেনকে সাজঘরে ফেরত পাঠান শামি। ডারিল মিচেল ও গত ম্যাচে সংহার মূর্তি ধারণ করা ব্রেসওয়েলকে সাজঘরে ফেরান শামি। সব মিলিয়ে গতকাল উইকেটের হ্যাট্রিক করেন বাংলার পেসার।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen