সাদা-কালোর দুঃস্বপ্ন: ইউনাইটেড কলকাতার সঙ্গে ড্র, অবনমন পর্বে নামল মহমেডান স্পোর্টিং
এক সময়ের গৌরবময় মহামেডান স্পোর্টিং ক্লাবের এই অবনমন ফুটবলপ্রেমীদের মধ্যে তীব্র হতাশা ও ক্ষোভের সৃষ্টি করেছে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৫২: শুক্রবার ব্যারাকপুরের মাঠে নেমেছিল মহমেডান স্পোর্টিং, লক্ষ্য ছিল সম্মান রক্ষা ও অবনমন এড়ানো। প্রতিপক্ষ ইউনাইটেড কলকাতা আগেই সুপার সিক্সে জায়গা করে নিয়েছে, ফলে তাদের খেলায় চাপের আঁচ ছিল না। কিন্তু মহমেডানের জন্য ম্যাচটি ছিল বাঁচা-মরার লড়াই।
চূড়ান্ত চাপের মুখে খেলতে নেমে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয় সাদা-কালো শিবির। ১-১ গোলে ড্র করে তারা, যার ফলে অবনমন পর্বে নামতে বাধ্য হয় শতাব্দী প্রাচীন ক্লাবটি।
প্রথমার্ধেই ৬ মিনিটে বাবাই পৈলান ইউনাইটেডকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটে লালঙ্গাইলসাকার গোল করে সমতা ফেরান মহামেডান। এরপর একাধিক সুযোগ পেলেও কাঙ্ক্ষিত জয়সূচক গোল করতে ব্যর্থ হয় তারা।
১২ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে মহামেডান শেষ করল দশম স্থানে। অন্যদিকে, এরিয়ান ১২ পয়েন্ট নিয়ে নবম স্থানে উঠে অবনমন রাউন্ড থেকে মুক্তি পেল।
কল্যাণী স্টেডিয়ামে কলকাতা পুলিশের বিরুদ্ধে ১-০ গোলে জয় পায় এরিয়ান। ম্যাচের একমাত্র গোলটি করেন রাজু ওরাওঁ, যা তাদের রেলিগেশন রাউন্ডের লজ্জা থেকে রক্ষা করে।
এক সময়ের গৌরবময় মহামেডান স্পোর্টিং ক্লাবের এই অবনমন ফুটবলপ্রেমীদের মধ্যে তীব্র হতাশা ও ক্ষোভের সৃষ্টি করেছে।