AFC অতীত, আজ মহমেডানকে হারিয়েই ISL-এ জয়ের রাস্তায় ফিরতে চাইছে ইস্টবেঙ্গল

আজ শনিবার আইএসএলের মঞ্চে প্রথমবার মুখোমুখি ইস্ট বেঙ্গল ও মহমেডান স্পোর্টিং।

November 9, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ শনিবার আইএসএলের মঞ্চে প্রথমবার মুখোমুখি ইস্ট বেঙ্গল ও মহমেডান স্পোর্টিং। অতীতে দুই প্রধানের লড়াই ঘিরে উত্তপ্ত থাকত ময়দান। সেই উন্মাদনা এখন গল্পগাথা। তবে শনিবারের ম্যাচের আলাদা তাৎপর্য। টানা হারের ধাক্কা কাটিয়ে দুই দলই জয়ের ছন্দ ফিরে পেতে মরিয়া। লিগ টেবিলের নিরিখে সাদা-কালো শিবিরের থেকে এক ধাপ পিছিয়ে মশাল বাহিনী। ছয় ম্যাচে মহমেডানের পয়েন্ট চার। তারা রয়েছে দ্বাদশ স্থানে। আর ইস্ট বেঙ্গল? হাফ ডজন ম্যাচ হেরে টেবিলে লাস্ট বয় ক্লেটনরা। চলতি আইএসএলে এখনও পর্যন্ত জয়ের মুখ দেখেনি লাল-হলুদ ব্রিগেড।

২০১৩-১৪ মরশুমে আই লিগে শেষবার মুখোমুখি হয়েছিল দুই দল। সেবার দুই পর্বেই বাজিমাত করে লাল-হলুদ। প্রাক্তনদের ধারণা, সম্মুখ সমরে এগিয়ে ইস্ট বেঙ্গল। এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালে ওঠার পর থেকেই ফুরফুরে হাওয়া ইস্টবেঙ্গলে। খেলোয়াড়দের হারানো আত্মবিশ্বাস অনেকটাই ফিরে এসেছে। সেটা তাঁদের চালচলনেই বোঝা যাচ্ছে। তবে কোচ অস্কার ব্রুজ়ো চান না খেলোয়াড়েরা এএফসি-র সাফল্যের কথা মনে রেখে বসে থাকুক। মহমেডানের বিরুদ্ধে নামার আগে তিনি স্পষ্ট জানালেন, তাঁর কাছে এএফসি অতীত। মহমেডানকে হারিয়েই তিনি আইএসএলে জয়ের রাস্তায় ফিরতে চাইছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen