৭৫ পেরোলেই কি প্রধানমন্ত্রীর পদে মোদীর ‘বিদায় ঘণ্টা’? ভাগবতের বার্তায় তুঙ্গে জল্পনা!

July 11, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:৫১: নরেন্দ্র মোদী কি আর প্রধানমন্ত্রী থাকবেন? সঙ্ঘপ্রধান মোহন ভাগবতের স্পষ্ট বার্তা—৭৫ বছর পেরোলে সরে যেতে হবে, সুযোগ দিতে হবে নবীনদের। সেপ্টেম্বরে ৭৫ পূর্ণ করছেন মোদী! তাহলে কি এবার পালা প্রধানমন্ত্রীর পদ ছাড়ার? এই প্রশ্নে সরগরম রাজনীতি।

বুধবার নাগপুরে সংঘের প্রবীণ নেতা মোরোপান্ত পিংলেকে নিয়ে বই প্রকাশ অনুষ্ঠানে ভাগবত (Mohan Bhagwat) বলেন, ‘‘৭৫ বছর বয়সে সংবর্ধনা নেওয়া মানে, সরে যাওয়ার বার্তা।’’

রাজনৈতিক মহলের মতে, এই মন্তব্য সরাসরি মোদীকে উদ্দেশ করে। কারণ, আগামী ১৭ সেপ্টেম্বর ৭৫ বছরে পা দেবেন প্রধানমন্ত্রী। তাঁরই তৈরি নিয়ম অনুযায়ী, বিজেপি বা সংঘে ৭৫ পার হলে দায়িত্ব ছেড়ে দিতে হয়।

আর‌ও পড়ুন: BJP-র অন্দরের Power Center-র বদল আসন্ন! RSS বনাম মোদী-শাহ টানাপোড়েন কোন পথে?

এর পরেই প্রশ্ন উঠছে, সেই নিয়ম মোদীর (Narendra Modi) ক্ষেত্রেও কার্যকর হবে কি না। শিবসেনা (উদ্ধব গোষ্ঠী) (Shiv Sena) নেতা সঞ্জয় রাউতের বক্তব্য, ‘‘মোহন ভাগবত আসলে মোদীকেই ইঙ্গিত করেছেন। ভাগবত নিজেও সেপ্টেম্বরে ৭৫ বছরে পড়বেন এবং তিনি দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছেন।’’

গত লোকসভা ভোটে বিজেপির (BJP) সংখ্যাগরিষ্ঠতা কমার পর থেকেই মোদীর নেতৃত্ব নিয়ে দলের অন্দরে অসন্তোষ দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে ২০১৯ সালের নির্বাচনী প্রচারে অমিত শাহ (Amit Shah) বলেছিলেন  ‘‘৭৫ বছরের ঊর্ধ্বে কাউকেই টিকিট দেওয়া হয়নি। এটা দলের সিদ্ধান্ত।’’ বিরোধীরাও লাগাতার চাপে রাখে। সেই পরিস্থিতিতে ২০২৩ সালের মে মাসে  অমিত শাহ বলেছিলেন, ২০২৯ পর্যন্ত মোদীজিই প্রধানমন্ত্রী থাকবেন।

তবে এখন আরএসএসের (RSS) বার্তা নতুন করে রাজনৈতিক উত্তাপ বাড়িয়েছে। প্রশ্ন উঠছে, সেপ্টেম্বরে কি ভারত নতুন প্রধানমন্ত্রী পেতে চলেছে? উত্তর সময়ই দেবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen