নকভি রাজি ট্রফি ফেরাতে, কিন্তু বিশেষ শর্তে বাড়ছে ধোঁয়াশা

September 30, 2025 | 2 min read
Published by: Proteem Basak

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:০০: দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত এশিয়া কাপ ২০২৫ ফাইনালে ভারত পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জিতলেও, ট্রফি ঘিরে শুরু হয়েছে এক তীব্র বিতর্ক। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC)-এর সভাপতি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)-এর প্রধান মোহসিন নকভি ভারতীয় ক্রিকেট দলের হাতে ট্রফি তুলে দিতে যায় ভারতীয় প্লেয়ারের তার হাত থেকে ট্রফি নিতে নারাজ ছিলেন। ভারতীয় খেলোয়াড়রা নকভির কাছ থেকে পুরস্কার গ্রহণ করতে না চাওয়ায় তিনি ক্ষুব্ধ হয়ে ট্রফি নিয়ে হোটেলে ফিরে যান।

নকভি শুধু ACC প্রধান নন, তিনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও। সাম্প্রতিক সময়ে তাঁর একাধিক ভারতবিরোধী মন্তব্য ভারতীয় দলের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছিল। সেই কারণেই ম্যাচ-পরবর্তী অনুষ্ঠান এক ঘণ্টা দেরিতে শুরু হয়। শেষ পর্যন্ত ভারত ট্রফি হাতে পেলেও আনুষ্ঠানিকভাবে তা নকভির কাছ থেকে গ্রহণ করেনি।

এখন খবর পাওয়া যাচ্ছে , নকভি ট্রফি ও মেডেল ভারতীয় দলের হাতে তুলে দিতে রাজি, তবে একটি শর্তে। তিনি দাবি করেছেন, একটি আলাদা আনুষ্ঠান আয়োজন করতে হবে এবং সেখানেই তিনি নিজ হাতে খেলোয়াড়দের সম্মান জানাতে চান। ক্রিকেট মহলে ধারণা, বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI) এই প্রস্তাবে সায় দেবে না। ফলে এই অচলাবস্থা আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা রয়েছে।

রবিবার দেরি হওয়া অনুষ্ঠানে বিকল্প প্রস্তাবও দেওয়া হয়েছিল। সংযুক্ত আরব আমিরির ক্রিকেট বোর্ডের (ECB) চেয়ারম্যান খালিদ আল জরউনি কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (BCB) সভাপতি আমিনুল ইসলাম ট্রফি তুলে দিতে পারেন এই পরামর্শ দেওয়া হলেও নকভি তাতে রাজি হননি।

এদিকে, বোর্ড সূত্রে জানা গেছে, নকভি ভবিষ্যতে ট্রফি ফেরত দিলেও ভারতীয় ক্রিকেট বোর্ড তাঁকে নিয়ে অভিযোগ জানাতে প্রস্তুত। নভেম্বর মাসে আইসিসি বৈঠকে এই ইস্যু তোলা হতে পারে। অর্থাৎ, এশিয়া কাপের মাঠের লড়াই শেষ হলেও রাজনৈতিক ও প্রশাসনিক সংঘাত এখনও বহাল।

ভারতীয় ক্রিকেটের জন্য এই শিরোপা জয় নিঃসন্দেহে গৌরবের, তবে ট্রফি বিতর্কের কারণে উদযাপনের আবহ ম্লান হয়ে গেছে। এখন নজর থাকবে ACC-এর বার্ষিক সাধারণ সভায়, যেখানে এই অচলাবস্থা সমাধানের চেষ্টা হতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen