AFC Champions League 2 থেকে বহিস্কৃত মোহনবাগান, এবারের মতো যাত্রা এখানেই শেষ

September 30, 2025 | < 1 min read

Authored By:

Proteem Basak Proteem Basak
Published by: Proteem Basak

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:০০: এশিয়ার মহাদেশীয় ফুটবলের শীর্ষ সংস্থা AFC মঙ্গলবার ঘোষণা করেছে যে, ভারতের ক্লাব মোহনবাগান সুপার জায়ান্টকে (MBSG) ২০২৫-২৬ সালের AFC Champions League Two থেকে “প্রত্যাহার করা হয়েছে”। কারণ, দলটি নির্ধারিত তারিখে ইরানের ইসফাহান শহরে অনুষ্ঠিত হওয়া Sepahan SC–এর বিরুদ্ধে ম্যাচে হাজির হয়নি।

মোহনবাগান শুক্রবার ঘোষণা করে যে, মঙ্গলবারের ম্যাচ থেকে তাঁরা সরে আসছে। এর প্রধান কারণ হলো তাদের ছয় বিদেশি খেলোয়াড় ইরানে যাওয়ার ব্যাপারে রাজি হননি, যাদের নিজ নিজ দেশের নিরাপত্তা পরামর্শ অনুসরণ করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

AFC–র এক বিবৃতিতে বলা হয়েছে, “AFC Champions League Two ২০২৫/২৬–এর প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, মোহনবাগান সুপার জায়ান্ট ইরানে হাজির না হওয়ায় প্রতিযোগিতা থেকে তাদের নাম প্রত্যাহার করা হয়েছে। এর আগের খেলা ম্যাচও বাতিল ঘোষণা করা হয়েছে এবং পূর্বের কোনও পয়েন্ট বা গোল ধরা হবে না।”

এ ঘটনাটি AFC–র সংশ্লিষ্ট কমিটিতে পাঠানো হবে, যারা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন। এই প্রসঙ্গে AFC–র বিবৃতিতে আরও বলা হয়েছে যে, “কোনও বিভ্রান্তি এড়াতে, দলটির আগের ম্যাচের ফলাফল গ্রুপের চূড়ান্ত অবস্থান নির্ধারণে বিবেচনা করা হবে না।”

এর আগে, গত বছরও মোহনবাগান ইরানের Tabriz–এর Tractor SC–এর বিরুদ্ধে ম্যাচে অংশগ্রহণ করেনি। সেই সময়ও দলের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ এবং পশ্চিম এশিয়ার রাজনৈতিক পরিস্থিতির কারণে AFC তাদের “প্রত্যাহার” ঘোষণা করেছিল।

এক ক্লাব কর্মকর্তা জানিয়েছেন, সমস্ত খেলোয়াড় এবং ভারতীয় স্টাফদের সাথে বৈঠকের পর একটি সম্মিলিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে, নিরাপত্তাজনিত কারণে তারা ইরানে যাত্রা করবে না। ।

এই প্রত্যাহারের ফলে মোহনবাগান AFC–র দ্বিতীয় স্তরের ক্লাব প্রতিযোগিতায়অনুপস্থিত থাকল। ক্লাব, সমর্থক এবং এশিয়ার ফুটবল মহল এখন AFC–র চূড়ান্ত সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ফলো করুন :

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen