বড় শাস্তি পেল মোহনবাগান, নির্বাসনের পাশাপাশি জরিমানা

December 17, 2025 | < 1 min read
Published by: Raj


নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০.৩০: বড় শাস্তি পেল মোহনবাগান। এশিয়ান চ্যাম্পিয়্যান্স লিগ টু-এর ম্যাচ খেলতে না যাওয়ার সিদ্ধান্তের জেরে মোহন বাগানকে (Mohun Bagan) কড়া শাস্তি দিল এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। আগামী দু’বছর এএফসির কোনও প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না ময়দানের শতাব্দীপ্রাচীন ক্লাবটি। পাশাপাশি, ৪৭ লক্ষ টাকা জরিমানাও ধার্য করা হয়েছে। আগামী ৩০ দিনের মধ্যে এই অর্থ এএফসিকে মেটাতে হবে মোহন বাগানকে। বুধবার সরকারিভাবে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।

গত সেপ্টেম্বর মাসে সেপাহানের বিরুদ্ধে ম্যাচ খেলতে ইরানে যায়নি মোহনবাগান। ফুটবলারদের নিরাপত্তার স্বার্থে ইরানে না যাওয়ার সিদ্ধান্ত নেন ক্লাব কর্তৃপক্ষ। নিরপেক্ষ কোনও দেশে ম্যাচ আয়োজনের আবেদন করা হয়। কিন্তু এএফসি সেই আবেদনে সাড়া দেয়নি। সে সময় এএফসি প্রাথমিক ভাবে জানিয়েছিল, এ বারের এএফসি চ্যাম্পিয়ন্স লিগে মোহনবাগানের পাওয়া সব পয়েন্ট কেটে নেওয়া হবে। তবে বড় শাস্তি হওয়ার সম্ভাবনা ছিলই।

বুধবার এএফসির শৃঙ্খলারক্ষা এবং এথিকস কমিটি মোহনবাগানকে দু’মরসুমের জন্য নিষিদ্ধ এবং আর্থিক জরিমানা করেছে। মোহনবাগানকে করা জরিমানার মধ্যে ধরা রয়েছে এএফসি এবং সেপাহানের আর্থিক ক্ষতি। শাস্তির ফলে দু’বছক আইএসএল চ্যাম্পিয়ন হলেও এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ে খেলতে পারবে না মোহনবাগান। উল্লেখ্য, গত মরসুমেও নিরাপত্তার কারণে ইরানে দল পাঠাননি সবুজ-মেরুন কর্তৃপক্ষ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen