ডার্বির আগে ছন্দে মোহনবাগান, কালীঘাটের বিরুদ্ধে ২-১ গোলে জয় সবুজ-মেরুনের
মোহনবাগানের হয়ে গোল করেন পাসাং দর্জি তামাং ও করণ রাই। অন্যদিকে, কালীঘাট এমএস-এর একমাত্র গোলটি করেন সুরজিৎ হালদার।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:৩৯: কলকাতা ডার্বির আগে ছন্দে ফিরল মোহনবাগান। বুধবার কল্যাণী স্টেডিয়ামে কালীঘাট এমএস-এর বিরুদ্ধে ২-১ গোলে জয় পেল সবুজ-মেরুন।
মোহনবাগানের হয়ে গোল করেন পাসাং দর্জি তামাং ও করণ রাই। অন্যদিকে, কালীঘাট এমএস-এর একমাত্র গোলটি করেন সুরজিৎ হালদার।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে ডেগি কার্ডোজোর ছেলেরা।
ম্যাচের একদম শুরুতে মোহনবাগানের হয়ে প্রথম গোলটি করেন পাসাং দর্জি তামাং। তারপরও একের পর এক আক্রমণে প্রতিপক্ষের রক্ষণভাগে চাপ সৃষ্টি করতে থাকে সবুজ-মেরুন।
ম্যাচের ১৮তম মিনিটে কালীঘাট এমএস (Kalighat MS)-এর হয়ে সমতা ফেরান সুরজিৎ হালদার। তাঁর দূরপাল্লার শটে গোল করে ম্যাচে ফেরে কালীঘাট।
এরপর দুই দলই একাধিক গোলের সুযোগ তৈরি করে। প্রথমার্ধের শেষ লগ্নে মোহনবাগানের গোগোচা একটি সুবর্ণ সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হন। ফলে প্রথমার্ধ শেষ হয় ১-১ স্কোরলাইনে।
দ্বিতীয়ার্ধ শুরু হতেই আবার আক্রমণে ঝাঁপায় মোহনবাগান (Mohun Bagan)। ম্যাচের ৬৪তম মিনিটে দলের হয়ে জয়সূচক গোলটি করেন করণ রাই। পরবর্তী সময়ে দুই দলই একাধিক সুযোগ তৈরি করলেও আর গোলের মুখ দেখতে পারেনি কেউই।
শনিবারের বড় ম্যাচের আগে নিঃসন্দেহে সবুজ-মেরুনের এই জয় দলকে আত্মবিশ্বাসে ভরিয়ে তুলবে। অন্যদিকে, শনিবার বিকেলে কল্যাণী স্টেডিয়ামে ফ্লাডলাইটের আলোয় অনুষ্ঠিত হবে এই মরসুমের প্রথম কলকাতা ডার্বি (Kolkata Derby)।