অবশেষে এল জয়, ঘরের মাঠে ওড়িশাকে হারালো মোহনবাগান

আইএসএল-এ জয়ের মুখ দেখল মোহনবাগান

January 28, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

আইএসএল-এ জয়ের মুখ দেখল মোহনবাগান। ঘরের মাঠে যুবভারতীতে ওড়িশাকে হারিয়ে দিলে ফেরান্দোরা। ম্যাচের প্রথমে তিন মিনিটের মাথায় প্রথম গোল করে সবুজ মেরুন ব্রিগেডকে এগিয়ে দেন দিমিত্রি পেত্রাতোস। ১-০-এগিয়ে থেকে হাফটাইমে সাজঘরে ফেরে মেরিনার্সরা। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৮০ মিনিটের মাথায় ফের দিমিত্রি পেত্রাতোস দ্বিতীয়বার ওড়িশার গোলে বল জড়িয়ে দেন। ব্যবধান বাড়ে, ২-০-এ এগিয়ে যায় এটিকে মোহনবাগান। নির্ধারিত সময়ের শেষ খেলার স্কোর লাইন হয় ২-০। পেত্রাতোসের জোড়া গোলে ভর করে তিন পয়েন্ট ছিনিয়ে নিল এটিকে।

আজকের জয়ের পর লীগ টেবিলের তিনে পৌঁছল মোহনবাগান। ১৫ ম্যাচে মোহনবাগানের সংগ্রহ ২৭পয়েন্ট। অন্যদিকে, ওড়িশা তালিকায় সাতে নেমে গেল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen